আর কিছুদিন পরেই দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই তো ছুটি ছুটি। আমজনতা বছরভর এই কয়েকটা দিনের জন্য অপেক্ষা করেন। অনেকে আবার এই সময়টা কলকাতার বাইরে থাকতে চান। পাহাড়ে না গেলে মন খারাপ হয় তাঁদের। কিন্তু সেই ভ্রমণ পিপাসুদের কাছে সবথেকে বড় চিন্তার কারণ হল ১০ নম্বর জাতীয় সড়ক। শিলিগুড়ি থেকে সিকিমগামী এই ১০ নম্বর জাতীয় সড়ক। তবে এবার সবথেকে খুশির খবর হল শিলিগুড়ি থেকে সিকিমগামী সেই ১০ নম্বর জাতীয় সড়ক আপাতত খুলে দেওয়া হয়েছে।
অর্থাৎ পুজোর আগেই খুলে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। পরিস্থিতি যদি আর বিগড়ে না যায় তাহলে এবারের পুজোতে সিকিম যাওয়ার ক্ষেত্রে সেভাবে আর বাধায় পড়তে হবে না পর্যটকদের। কিন্তু পাহাড়ের আবহাওয়া বড়্ খামখেয়ালি। পুজোর আগে যদি ফের বিপর্যয় নামে তবে এই ১০ নম্বর জাতীয় সড়ক আদৌ খোলা থাকবে কি না তানিয়ে সংশয়টা থেকেই গিয়েছে।
এদিকে বার বার দুর্যোগে বিপর্যস্ত হয়েছে উত্তর সিকিম। বার বার বন্ধ হয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। মাথায় হাত পড়েছিল পর্যটন ব্যবসায়ীদের। তবে আশার কথা যে পুজোর আগে খুলছে ১০ নম্বর জাতীয় সড়ক। এদিকে পুজোর অনেক দিন আগে থেকেই সিকিমের বিভিন্ন হোটেলে আগাম বুকিং হয়ে যায়। আবার ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকলে যখন পর্যটকরা যেতে পারেন না তখন তারা আবার পরিকল্পনা বদলে উত্তরবঙ্গের অন্যত্র চলে যান। সিকিমে হোটেল বুকিং বাতিলের হিড়িক পড়ে যায়।