কর্ণাটকের বাগালকোটে ২৫টি আঙুল নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। এটি নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। শিশুটির জন্ম সানশাইন হাসপাতালে, যেটি একটি মাল্টিস্পেশালিটি হাসপাতাল। শিশুটির অবস্থা দেখে চিকিৎসক ও পরিবারের সদস্যদের সকলেই অবাক। সাধারণত মানুষের হাত-পা মিলিয়ে ২০টি আঙুল থাকে। এক্ষেত্রে নবজাতকের ১২টি আঙুল রয়েছে পায়ে। প্রতিটি পায়ে ৬টি করে আঙুল। দুই হাত মিলিয়ে মোট ১৩টি আঙুল রয়েছে। এ মধ্যে ডান হাতে ৬টি এবং বাম হাতে ৭টি আঙুল রয়েছে। এটিতেই অবাক হয়েছেন সকলে।
ভারতী নামের এক মহিলা ওই শিশুর জন্ম দিয়েছেন। ছোট এই শিশুর আগমনে পরিবারের সকলেই খুশি। মা ও শিশু দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক। অনন্য এই শিশুর জন্ম হওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে অসীম আনন্দ। তবে ব্যাপারটি শুধু আনন্দেই সীমাবদ্ধ নেই। এমন আঙুল দেখে দৈবশক্তির কথা বলছেন অনেকেই। শিশুর বাবা যেমন বলেছেন, তাঁদের আরাধ্য ভুবনেশ্বরী দেবীর কৃপাতেই এমন ছেলের জন্ম হয়েছে। তিনি জানান, ছেলেকে বাড়িতে আনার পর বাড়িতে ভিড় লেগে থাকছে। রোজই শিশুকে দেখতে আসছেন লোকজন।
(আরও পড়ুন: সব সময় উদ্বেগে থাকেন? জানেন রক্ত জমাট বাঁধার মতো সমস্যা হতে পারে আপনার)
এর আগে রাজস্থানেও এমন একটি ঘটনা ঘটেছিল। ২৬টি আঙুল নিয়ে এক কন্যাসন্তানের জন্ম হয়েছিল। স্থানীয় ঢোলাগড়ের দেবীর অবতার রূপে পরিবার সেই শিশুকন্যাকে পুজোও করেছিল। এখানেও প্রায় একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে।