পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Basin Cleaning Tips: বেসিনের পাইপ আটকে জল জমে গিয়েছে? খুব সহজে রেহাই পেতে পারেন
স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য বাড়ির প্রত্যেকটা স্থানই খুব পরিষ্কার রাখা উচিত। বাথরুম, রান্নাঘর, ও বেসিন অবশ্যই পরিষ্কার রাখা উচিত। বেসিনে জল জমা অনেকের কাছেই বড় দুশ্চিন্তার বিষয়। কারণ এই জমা জল থেকে হতে পারে নানা রোগের উৎপত্তি। বিশেষ করে বর্ষাকালে এই জমা জল থেকে হতে পারে ডেঙ্গির মতো ভয়াবহ রোগ। সেই কারণে এই জমা জল যত দ্রুত সম্ভব পরিষ্কার করে ফেলা উচিত। দেখে নেওয়া যাক কীভাবে খুব সহজেই এই সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।
- বেসিনের ড্রেনে আধ কাপ নুন ঢেলে দিন।
- দুই লিটার জল ফুটিয়ে গরম জল ঢেলে দিন ঠিক আধ ঘণ্টা পর। ধীরে ধীরে জল ঢালবেন।
- দুই লিটার জল ঢালা হলে আরও খানিকটা গরম জল ঢালুন। যেন লবণ পুরোপুরি দূর হয়। লবণের সঙ্গে সঙ্গে দূর হবে জমে থাকা ময়লাও।
- জল ফুটিয়ে কয়েক চামচ ডিটারজেন্ট মেশান। ফেনা উঠে গেলে ঢেলে দিন বেসিনে। এটিও পাইপে জমে থাকা ময়লা দূর করতে সাহায্য করবে।
- আধ কাপ বেকিং সোডা দিয়ে দিন বেসিনের নেটের ওপরে।
- কিছু ক্ষণ অপেক্ষা করে এক কাপ সাদা ভিনেগার ঢেলে দিন।
- শেষে গরম জল দিয়ে দিন। ময়লা পরিষ্কার হবে।
এই প্রক্রিয়াগুলি খুব সহজেই বেসিনের পাইপে আটকে থাকা ময়লা পরিষ্কার করতে পারে।