ভ্যালেন্টাইন্স সপ্তাহের সপ্তম দিন চুম্বন দিবস বা কিস ডে হিসেবে পালিত হয়। গোলাপ দিবস থেকে চুম্বন দিবস পর্যন্ত, কাপলরা বিভিন্ন উপায়ে নিজেদের ভালোবাসা প্রকাশ করেন। এই ক্ষেত্রে, চুম্বন দিবস ভালোবাসা প্রকাশের অন্যতম উপায়। কিন্তু এটা অনেকেই জানেন না যে ভালোবাসা প্রকাশের জন্য চুম্বনের অনেক ধরন এবং অর্থ রয়েছে।
আরও পড়ুন: (Viral News: অফিস ৪০০ কিমি দূর, রোজ বিমানে যাতায়াত করেন এই তরুণী! ফ্লাইট নাকি বেশ সস্তা)
বিভিন্ন চুম্বনের অর্থ কী
কপালে চুম্বন: এর অর্থ হল আপনি তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং আপনাকে ছাড়া আপনার সঙ্গীর জীবন কতটা অসম্পূর্ণ। কপালে চুম্বনকে একটি অটুট এবং গভীর সম্পর্কের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। কখনও কখনও, সঙ্গী ছাড়াও, বাবা-মাও তাঁদের সন্তানকে এইভাবে স্নেহের চুম্বন করেন।
- ঠোঁটে চুম্বন: এই চুম্বন ভালোবাসার সঙ্গে রোমান্স প্রকাশ করে। এই ধরনের চুম্বন কেবল কাপলের মধ্যেই সম্ভব।
- ফ্লাইং কিস: এই চুম্বন বা কিস কেবল সঙ্গীরাই নয়, বাবা-মায়েরাও তাঁদের ছোট বাচ্চাদের দিয়ে থাকেন। এই চুম্বনের পদ্ধতিতে, যখন সঙ্গী আপনাকে স্পর্শ না করেই দূর থেকে চুম্বনের জন্য সংকেত দেয়, তখন তাকে ফ্লাইং কিস বা উড়ন্ত চুম্বন বলা হয়। এটিকে মিস ইউ প্রকাশের একটি উপায় হিসাবেও ধরা হয়।
- হাতে চুম্বন: ভ্যালেন্টাইন্স সপ্তাহের চুম্বন দিবসে, এই চুম্বন করা হয়। হাতে চুম্বন মূলত সম্মানের প্রতীক। সঙ্গী ছাড়াও বন্ধুরাও হাতে চুম্বন করে থাকেন।
- এস্কিমো কিস: এই ধরনের চুম্বন সাধারণত কাপলরা করে থাকেন। এই চুম্বনের ক্ষেত্রে কাপলের নাক একসঙ্গে ধাক্কা খায়, তখন একে এস্কিমো চুম্বন বলা হয়। এই চুম্বনটি রোমান্সে পূর্ণ।
আরও পড়ুন: (Kiss Day 2025: একটি চুম্বনই সারিয়ে দিতে পারে ‘হাজার’ ব্যাধি! ঠোঁটে ঠোঁট রাখলে কী কী উপকার)