Kathiawadi Khichdi Recipe: শীতে একঘেয়ে খিচুড়ি খেয়ে বিরক্ত? কাথিয়াওয়াড়ি স্টাইলে বানিয়ে ফেলুন এই অভিনব পদ Updated: 05 Jan 2023, 03:26 PM IST Sritama Mitra কাথিয়াওয়াাড়ি খিচুড়ির আসল মজা হচ্ছে তার মশলায়। এই খিচুড়ির স্বাদ যিনি একবার খেয়েছেন তিনি ভুলবেন না কোনও মতেই। হালকা খাবার হিসাবে এই খিচুড়ির জনপ্রিয়তা রয়েছে। খুব কম সময়ে এই খিচুড়ি তৈরি হয়ে যায়। দেখে নেওয়া যাক, এর উপকরণ থেকে প্রণালী।