Anxiousness: নিজেকে বেশি শান্ত করে রাখা কি মনে আরও উদ্বেগ বাড়াচ্ছে? কেন হয় এটি? Updated: 30 Jun 2024, 03:22 PM IST Simli Lahiri Dasgupta Anxiousness: জীবনে নানান উথালপাথালের পর মনে হয় এক এক শান্ত হয়ে থাকায় যেন উত্তম। কিন্তু বেশি শান্ত মস্তিষ্ক আপনার মনের উদ্বেগ আরও বাড়িয়ে তুলছে তা খেয়াল করেছেন কী?