আমার তোমার সংস্কৃতি যখন আমাদের সংস্কৃতি হয়ে যায়, তখন তার মাধুর্য্যটাই আলাদা হয়ে যায়। বিশেষ করে বিয়ের অনুষ্ঠান হলে তো দারুণ ব্যাপার। একে অপরের ঐতিহ্য সম্পর্কে নতুন জিনিস শেখার সুযোগ হয়ে যায়। যেমনটা এদিন হয়েছে। এক আইরিশ মহিলার শেয়ার করা একটি ভিডিয়োতে সেই দিকগুলিই পুরোপুরি তুলে ধরা হয়েছে৷ ফুটেজটি একটি বিয়েতে ওই মহিলার নাচের মুহূর্ত দেখিয়েছে। ক্লিপটি ভাগ করে নেওয়ার সময় তিনি উল্লেখ করেছেন যে এই ইভেন্টটি তাঁর বাঙালি ভাগ্নের প্রাক-বিবাহ অনুষ্ঠানের দিন ক্যাপচার করা।
ভাইরাল ভিডিয়োতে কী দেখা গিয়েছে
একটি বাঙালি পরিবারে বিয়ে করেছেন এই মহিলা। নাম ক্যারি বয়েড-শাহ। শ্বশুরবাড়িরই অনুষ্ঠান ছিল এটি। সেই অনুষ্ঠানেই ক্যাপচার করা ভিডিয়োতে বয়েডকে দেখা গিয়েছে, গর্জিয়াস লুকে। একটি সুন্দর শাড়ি পরে, ঐতিহ্যবাহী গহনায় সেজে অনুষ্ঠানে নেচে উঠেছিলেন বয়েড। ভিডিয়োটি এগোনোর সঙ্গে সঙ্গে আলাদাই সুন্দর লাগছিলেন তিনি। ভিডিয়োটি শেয়ার করে ওই আইরিশ মহিলা বয়েদ-শাহ ইনস্টাগ্রামে লিখেছেন আজকে একটু আলাদা কিছু, এই সপ্তাহে আমার কাছ থেকে কোনও হোম কন্টেন্ট পাবেন না কারণ আমরা আমাদের ভাগ্নের বিয়ে উদযাপন করছি তখন। আমি তাঁর মেহেন্দি পার্টিতে আমার ভাগ্নিদের সঙ্গে ডান্সও করেছি।
আরও পড়ুন: (EMI for Bribe: ঘুষ নিতে EMI এর অপশন খোলা রাখছেন কিছু ‘দয়ালু’ সরকারি অফিসার- রিপোর্ট, কোথায় ঘটছে?)