কিছুদিন হল দেবীপক্ষের শুরু হয়েছে। এখনও পুজো শুরু হয়নি। কিন্তু তার আগেই শ্যামা পোকারা ভিড় করতে শুরু করেছে বাড়িতে? বাড়িতে রাতের বেলা লাইট জ্বালানোর সঙ্গে সঙ্গেই প্রচুর পোকামাকড় আসতে শুরু করছে? যার কারণে পড়তে হচ্ছে সমস্যায়।
রাতে যদি ছোট-বড় পোকামাকড় আপনার ঘরে আসতে শুরু করে, তাহলে আর চিন্তা করতে হবে না। কারণ আপনার জন্য রইল এমন কিছু ঘরোয়া উপায় যার সাহায্যে আপনি এই পোকামাকড় থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন সেই ঘরোয়া প্রতিকার সম্পর্কে।
পোকামাকড় থেকে মুক্তি পেতে এই কাজটি করতে পারেন
লবঙ্গ তেলের ব্যবহার: পোকামাকড়ের সমস্যা এড়াতে এই কাজ করতে পারেন। জলের সঙ্গে লবঙ্গ তেল মিশিয়ে একটি স্প্রে তৈরি করতে পারেন। তারপর সেটা বোতলে ভরে নিতে হবে। তারপরে তা জানালা এবং দরজার চারপাশে স্প্রে করে নিতে হবে।
আরও পড়ুন: মাত্র ৯৯৯ টাকাতেই ‘ডুয়ার্স দর্শন’, পুজোর আগে পর্যটকদের জন্য চালু দারুন প্যাকেজ
নিম তেলের ব্যবহার: লবঙ্গ তেলের এর বাইরে নিমের তেলও ব্যবহার করতে পারেন। পোকামাকড় দূরে রাখতেও নিমের তেল খুবই কার্যকরী। জলের সঙ্গে নিমের তেল মিশিয়ে একটি স্প্রে তৈরি করে বোতলে ভরে বাড়ির দরজায়, আলোর চারপাশে এবং এমন জায়গায় যেখানে পোকামাকড় প্রচুর আসে সেখানে স্প্রে করুন। এতে করে পোকামাকড়ের সংখ্যা কমে যাবে।
আরও পড়ুন: পুজোর ৪দিন শাড়িই পছন্দের? কোনদিন কোন লুক বেছে নেবেন? দেখে নিন
তুলসী গাছ: তুলসী গাছ পোকামাকড় দূরে রাখতে সাহায্য করে। আপনি এটি আপনার বাড়ির চারপাশে লাগাতে পারেন।
বাড়িতে পোকামাকড়ের সংখ্যা খুব বেশি হলে পোকা মারার ওষুধ ব্যবহার করতে পারেন। তবে, নির্দেশাবলী সাবধানে পড়ে তারপরই সেগুলি ব্যবহার করুন। আর অবশ্যই ব্যবহার করার সময় সতর্ক থাকুন।
আরও পড়ুন: রোদ-বৃষ্টিতে ঠাকুর দেখতে গিয়ে হতে পারে সর্দিগর্মি, সুস্থ থাকতে যা করবেন
হলুদ বাতি ব্যবহার করুন: হলুদ আলো ব্যবহার করুন, কারণ হলুদ আলোর প্রতি পোকামাকড় কম আকৃষ্ট হয়। রাতে সাদা আলোর পরিবর্তে হলুদ বাল্ব ব্যবহার করুন। শুধু তাই নয়, জানালা-দরজায় জ্বাল লাগিয়ে দিন প্রয়োজনে। এতে বাড়ির ভিতরে পোকামাকড় আসতে বাধা পাবে।
পাখা চালানো: বাতাসের প্রবাহ বৃদ্ধি করলে কম পোকামাকড়কে আকর্ষণ করে। প্রয়োজন না হলে লাইট বন্ধ রাখতে ভুলবেন না। এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করে, আপনি পোকামাকড় থেকে অনেকাংশে মুক্তি পেতে পারেন।