Independence Day 2023 Long Weekend Trip: এবার স্বাধীনতা দিবসে একটা লম্বা উইকেন্ড পাচ্ছেন। চারদিনের মতো ফাঁকা পাবেন। ব্যস! ওই চারদিনে অনায়াসে ঘুরে আসতে পারবেন উত্তরবঙ্গে। পাহাড়ের প্রেমে পড়ে যাবেন। পরিচিত জায়গা থেকে অফবিট জায়গা- ঘুরে আসতে পারবেন সর্বত্র।
অপূর্ব পাহাড় (ছবি সৌজন্যে সায়নী সেনগুপ্ত)
অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি। কাজের চাপে ফুরসত মিলছে না? একটানা অফিস করে ক্লান্ত হয়ে গিয়েছেন? সেই একঘেয়ে জীবনের মধ্যেই স্বাধীনতা দিবসের 'লং উইকেন্ড'-এ উত্তরবঙ্গের পাহাড়ে হারিয়ে যাওয়ার দারুণ সুযোগ আছে। অফিস থেকে সোমবারের (১৪ অগস্ট) ছুটি ম্যানেজ করে নিতে পারলেই চারদিনের ছোট্ট ট্যুরে ঘুরে আসতে পারবেন। চারদিনের ট্যুরে যেমন চিরপরিচিত দার্জিলিঙে ঘুরতে পারবেন, তেমনই ঘুরে আসতে পারবেন অফবিট জায়গায়। রংজু ভ্যালি থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ, পাইনে ঘেরা লামাহাট্টা ও লেপচাজগত, তিনচুলের কমলালেবুর বাগান, চা-বাগানে মোড়া তাকদার নিরিবিলি, মনোরম পরিবেশে মনটা একেবারে চঞ্চল হয়ে উঠবে। যে চারদিন থাকবে, সেই চারদিন ফোন বা ঘড়ির অ্যালার্মের শব্দে নয়, ঘুম ভাঙবে পাখির ডাকে, কিচির-মিচির শব্দে। কানে আসবে দূরে বয়ে চলা নাম না জানা (হয়ত নাম জান) খরস্রোতা নদীর গর্জন। পাহাড়ের কোলে নিজেকে নতুনভাবে খুঁজে পাবেন। ঘাসের কোলে মাথা এলিয়ে দিয়ে জীবনে খুঁজে পাবেন শান্তি। মেঘের সঙ্গে আলাপ হবে, পাহাড়ের মাদকতায় মনের সব ক্লান্তি-গ্লানি দূরে হয়ে যাবে।
এবার স্বাধীনতা দিবস (১৫ অগস্ট) পড়েছে মঙ্গলবার। অর্থাৎ ১২ অগস্ট পড়েছে শনিবার এবং ১৩ অগস্ট পড়েছে রবিবার। ১৪ অগস্টের ছুটিটা জোগাড় করতে পারলেই অনায়াসে চারদিনের ট্যুর হয়ে যাবে। সেক্ষেত্রে শুক্রবার অফিস করে বেরিয়ে পড়ুন। সেদিন রাতে উত্তরবঙ্গগামী ট্রেনে চড়ে বসুন। পরদিন সকাল-সকাল উত্তরবঙ্গে পৌঁছে যাবেন। তারপর সোমবার রাতের দিক করে ফিরে আসুন। পরদিন সকালে অফিসে চলে যান। মনটা একেবারে তরতাজা হয়ে যাবে। অফিসের ডেস্কের সামনেই বসে থাকলে মনে হবে যে মনটা পাহাড়ে রয়ে গিয়েছে।