How to identify tasty sweet papaya: পেঁপে বিস্বাদ নাকি মিষ্টি! চিনতে হলে কেনার আগে এই ৯ টিপস ঝটপট দেখুন
1 মিনিটে পড়ুন Updated: 17 Apr 2025, 06:30 AM ISTভালো জাতের পেঁপে চিনতে হলে কী কী দেখা দরকার? রইল ৯ জরুরি টিপস।
ভালো জাতের পেঁপে চিনতে হলে কী কী দেখা দরকার? রইল ৯ জরুরি টিপস।
গরমের তপ্ত দুপুরে ফ্রিজ থেকে বের কার ঠান্ডা পেঁপে অনেকেরই মন জুড়িয়ে দেয়! পেঁপের পুষ্টিগত গুরুত্বও কিছু কম নয়। ব্রেকফাস্টের পরে ফল খাওয়াই হোক বা দুপুরের পর ফল খাওয়ার অভ্যাসই হোক পেঁপে খাওয়ার হাজার উপকারিতা রয়েছে। তবে এই পেঁপে যদি বিস্বাদ হয়, তাহলে তা মুখে দিলেও রচে না! ফলে বাজার থেকে পেঁপে কেনার সময়ই কিছু লক্ষণ দেখে নিতে নয়।সেগুলি দেখেই চেনা যায়, যে পেঁপে আসলে মিষ্টি নাকি বিস্বাদ! ফলে বাজারে যাওয়ার আগে, দেখে নিন মিষ্টি পেঁপে চেনার ৯ সহজ উপায়।
মিষ্টি পেঁপে চেনার ৯ উপায়:-
১) বলা হচ্ছে, পেঁপে কেনার আগে, তার আকারের দিকে মন দিতে হবে। বড় আকারের পেঁপে সাধারণত সবুজ হয়।
২) পেঁপেতে যেন কোনও দাগ না থাকে, সেদিকে রাখতে হবে খেয়াল।
৩) গরমের দিনে পেঁপে সাধারণত বিস্বাদ হয় না। ফলে মরশুম বুঝে পেঁপে কেনাটাও একটা বড় দিক!
( Vande bharat: ১৯ এপ্রিল উদ্বোধন আরও এক বন্দেভারতের, জানলায় তাকালেই মন ছোঁয়া দৃশ্য! পার হবে ৩৬ টানেল)