Home remedies for rat: চিরতরে বাড়ি থেকে ভ্যানিশ হবে ইঁদুর। এই ঘরোয়া টোটকাগুলি দারুণ কাজ দেবে। রইল সেরা টোটকার হদিশ।
চিরতরে ভ্যানিশ হবে ইঁদুর
ইঁদুরের উৎপাতে সহ্য করতে হয়না এমন বাড়ি খুঁজে পাওয়া মুশকিল। আমাদের অনেককেই ঘরে ঘরে সেই যন্ত্রণা সহ্য করতে হয়। নতুন হোক বা পুরনো, মূল্যবান বা সস্তা সব জিনিস নষ্ট করে দেয় ইঁদুর। এমনকী সুযোগ পেলে ইঁদুর আপনারও ক্ষতি করতে ছাড়বে না। তাই আজই তাড়ান ঘরের ইঁদুর। আর এর জন্য কোনও বাজার চলতি ওষুধ বা বিষের দরকার আছে এমন নয়। বাড়িতে থাকা কিছু জিনিসই ইঁদুর তাড়াতে দারুণ কাজ দেয়। আসুন জেনে নিই কীভাবে তাড়াবেন ঘরের ইঁদুর।
পুদিনার পাতা ও তেল: ইঁদুর তাড়াতে পুদিনার পাতা, পুদিনা তেল খুবই কার্যকর। কারণ ইঁদুর পুদিনার পাতা, পুদিনার তেল গন্ধ একদম সহ্য করতে পারে না। ইঁদুরকে আপনার ঘরের বাইরে রাখতে চাইলে ঘরের প্রতি কোনা ও ইঁদুর থাকার জায়গাগুলোতে পুদিনা পাতা রেখে দিন। আপনার বাড়ির আশপাশে যাতে ইঁদুর ঘোরাঘুরি করতে না পারে এর জন্য বাড়ির চারপাশে পুদিনা গাছ লাগাতে পারেন।