Bangla Jokes Collection: ছুটির দিন মানেই আনন্দে থাকার দিন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস! মন থাকুক ফূর্তিতে
2 মিনিটে পড়ুন Updated: 16 Oct 2024, 09:30 AM ISTViral Bangla Jokes: পড়ে নিন দিনের সেরা ৫ জোকস। আর দিনটি হয়ে উঠুক আনন্দের।

১। উকিল বলছেন চোরকে, ‘তুমি বলছ, তুমি নিরপরাধ, অথচ পাঁচজন সাক্ষী বলছে, তারা তোমাকে দোকান থেকে ঘড়িটা চুরি করতে দেখেছে।’
চোর: হুজুর, আমি এমন ৫০০ জনকে হাজির করতে পারব, যারা আমাকে চুরি করতে দেখেনি!
(আরও পড়ুন: সপ্তাহ শেষ হতেই চলল, এবার একটু আনন্দ করুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। এক লোক টাকা জাল করতে-করতে ভুল করে একবার একটা জাল চৌদ্দ টাকার নোট তৈরি করে ফেলল। নোটটা চালানোর জন্য একদিন সন্ধ্যায় সে একটা পান-দোকানির কাছে গেল।
: ভাই, এই নোটটার ভাঙানি হবে?
: হবে।
: হবে? উত্তর শুনে সে অবাক। পান-দোকানির কাছ থেকে টাকা নিয়ে দ্রুত চলে এল সে। এসে দেখে পান-দোকানি তাকে দুটো সাত টাকার নোট দিয়েছে।
(আরও পড়ুন: রবিবার সন্ধ্যা মজায় কাটুক, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, হেসে নিন প্রাণভরে)
৩। দাঁত কিড়মিড় করতে করতে ডাক্তারের চেম্বারে ঢুকলেন হরিপদ। চিৎকার করে বললেন, ‘কোথায়? ওই হতচ্ছাড়া চোরটা কোথায়? ডাকুন ওকে।’
চোখ কপালে তুলে বললেন ডাক্তার, ‘কীসের চোর? কোন চোর?’
হরিপদ বললেন, ‘আমার এত সুন্দর বিদেশি হ্যাট চুরি হয়ে গেল, আর আপনি বলছেন কিসের চোর?’
ডাক্তার: কী করে বুঝলেন, আমার এখানেই চুরি হয়েছে?
হরিপদ: আপনার কর্মচারীদের মধ্যে কেউ আমার হ্যাটটা বদলে দিয়েছে। এটা কিছুতেই আমার হ্যাট হতে পারে না। এটা দেখতে অত্যন্ত কুৎসিত এবং নকশাটাও জঘন্য।
ডাক্তার: হুম। তার মানে, আপনার চোখের অস্ত্রোপচার সফল হয়েছে।
(আরও পড়ুন: মাসের প্রথম দিন, আজ মনখুলে হাসলে বাকি মাস ভালো যাবে, পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৪। চিকিৎসক-রোগীর মধ্যে কথা হচ্ছে।
রোগী: ডাক্তারবাবু, আমার সমস্যা হল, আমি সব কিছুই দুটি করে দেখি।
চিকিৎসক: হুম্, রোগটা বেশ জটিল মনে হচ্ছে।
রোগী: একটা কিছু করেন ডাক্তারবাবু। আমি খুব সমস্যায় আছি।
চিকিৎসক: ঠিক আছে, সামনের খালি চেয়ারটিতে আগে বসুন তো।
রোগী: চেয়ার তো দুটি খালি। তা কোনটাতে বসব স্যার?
(আরও পড়ুন: গোমড়া মুখ কেন? একটু তো হাসুন, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন ফুরফুরে)
৫। ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে চায় রবিন। কিন্তু তার নিজের কোনও ঘোড়া নেই। অতএব, সে এক খামারমালিকের কাছ থেকে তাঁর ঘোড়াটা ধার করল। ঘোড়ার মালিক বললেন, ‘আমার ঘোড়াটা খুবই ভালো দৌড়ায়। কিন্তু লাফ দেওয়ার আগে ওকে একটা সংকেত দিতে হয়। আপনি যখন বলবেন হুরররর্, তখনই সে লাফ দেবে।’
কথা মতোই কাজ করল রবিন। ঘোড়দৌড়ের মাঠে যখনই বেড়ার ওপর দিয়ে লাফ দেওয়ার প্রয়োজন পড়ে, রবিন বলে ‘হুরররর্’। আর ঘোড়াটা লাফ দিয়ে বেড়া ডিঙিয়ে যায়। এমন করে দুটো বেড়া পার হওয়া গেল। পরেরবার রবিন ‘হুরররর্’ বলল ঠিকই, কিন্তু ঘোড়া তো আর লাফায় না! বেড়া ভেঙেচুরে একেবারে কুপোকাত!
6.88% Weekly Cashback on 2025 IPL Sports