বাংলা নিউজ > টুকিটাকি > Holi 2025 Wishes: আবির খেলার আনন্দ ভুলিয়ে দিক মনখারাপ, হোলিতে প্রিয়জনকে জানান দিনটির শুভেচ্ছা
পরবর্তী খবর
Holi 2025 Wishes: আবির খেলার আনন্দ ভুলিয়ে দিক মনখারাপ, হোলিতে প্রিয়জনকে জানান দিনটির শুভেচ্ছা
1 মিনিটে পড়ুন Updated: 14 Mar 2025, 06:00 AM ISTSanket Dhar
Holi 2025 Best Wishes: দিনের শুরুটা প্রিয়জন ও পরিচিতদের শুভেচ্ছা দিয়ে হলে মন ভালো হয়ে যায়। দোল ও হোলিতেও তাই প্রিয়জন ও পরিচিতদের জানান দিনটির শুভেচ্ছা।
Ad
প্রিয়জনকে জানান দিনটির শুভেচ্ছা
Holi 2025 Best Wishes: বসন্তের শ্রেষ্ঠ উদযাপন তার রঙের মধ্যে দিয়েই হয়। আর তাই আবির খেলা বিশেষ অনুভূতি জাগিয়ে তোলে মনের ভিতর। দোল ও হোলি উপলক্ষে ফের মেতে ওঠার সময় চলে এল। কিন্তু দিনের শুরুটা প্রিয়জন ও পরিচিতদের শুভেচ্ছা দিয়ে হলে মন ভালো হয়ে যায়। দোল ও হোলিতেও তাই প্রিয়জন ও পরিচিতদের জানান দিনটির শুভেচ্ছা। রইল সেরা দশটি শুভেচ্ছাবার্তা। বেছে নিতে পারেন এখান থেকেই।
হোলি ও দোল উপলক্ষে সেরা দশটি শুভেচ্ছাবার্তা
দোল পূর্ণিমার এই নির্মল আকাশের মতোই তোমার মনে আবিরের ছোঁয়া লাগুক। এই দিনের মতোই তোমার জীবনও রঙিন হয়ে উঠুক। শুভ দোলযাত্রা।
আমাদের জীবন আবিরের মতো নানা রঙে রঙিন হয়ে উঠুক। দুঃখকষ্টের ধূসরতা যেন আর দুর্বল না করতে পারে। শুভ দোলযাত্রা।
‘রঙ যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে’ রবীন্দ্রনাথের গানের এই পঙক্তি অক্ষরে অক্ষরে সত্যি হয়ে উঠুক আজ দোলযাত্রার দিনে। এটাই তোমার জন্য প্রিয়জন হিসেব আমার কামনা। শুভ দোলযাত্রা।