বাংলা নিউজ > টুকিটাকি > Happiness report 2023: ‘সুখী’ মানুষ কমছে ভারতে, পিছনে ৫টি বড় কারণ! আপনিও কি এই সমস্যায় ভুগছেন
পরবর্তী খবর
Happiness report 2023: ‘সুখী’ মানুষ কমছে ভারতে, পিছনে ৫টি বড় কারণ! আপনিও কি এই সমস্যায় ভুগছেন
1 মিনিটে পড়ুন Updated: 23 Mar 2023, 07:30 AM ISTSanket Dhar
Happiness report 2023: সুখী মানুষ কমছে ভারতে। তার পিছনে পাঁচটি বড় কারণ রয়েছে। তালিকায় আপনার রাজ্য আছে কিনা জানেন।
সুখী মানুষ কমছে ভারতে।
নেতিবাচক অনুভূতি যেমন রাগ, মানসিক চাপ, দুঃখে জেরবার? আপনি একা নন। আরও অনেকেই এই সমস্যায় ভুগছেন। শুধু তাই নয়, কোভাড মহামারি পেরনোর পর এই সমস্যা আরও বেড়েছে। এমনটাই জানাচ্ছে এক সাম্প্রতিক গবেষণা। সারা দেশ জুড়ে সম্প্রতি একটি সমীক্ষা করা হয়েছে। মোট জনসংখ্যার কত শতাংশ সুখী রয়েছেন তারই পরিমাপ করা হয়েছিল এই সমীক্ষায়। তাতেই দেখা যায়, গতবছরের তুলনায় বেড়েছে অসুখী মানুষের সংখ্যা। আর তার বড় কারণ রাগ, দুঃখ, মনখারাপের মতো নেতিবাচক অনুভূতিগুলি।
সমীক্ষা অনুযায়ী, অরুণাচল প্রদেশে সবচেয়ে বেশি মানুষ এই নেতিবাচক অনুভূতিগুলোয় ভুক্তভোগী। হ্যাপিপ্লাস নামক সংস্থার রিপোর্ট অনুযায়ী, সেখানে ৬০ শতাংশ মানুষ অসুখী রয়েছেন। তালিকার দ্বিতীয় স্থান দখল করে রয়েছে মধ্য প্রদেশ। সেই রাজ্যে ৫৮ শতাংশ মানুষ মনখারাপের মধ্যে রয়েছেন। অন্যদিকে গুজরাট ও উত্তরপ্রদেশও অবস্থা বেশ খারাপ। দুই রাজ্যেই ৫১ শতাংশ মানুষ নেতিবাচক অনুভূতির ভুক্তভোগী। একই সঙ্গে অসুখীও।
নয়া রিপোর্ট অনুযায়ী দেখা গিয়েছে, এই অসুখী থাকার হারও বেড়ে চলেছে। গত বছর সারা দেশে যা ৩৩ শতাংশ ছিল, এই বছর তা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশতে। অন্যদিকে মানুষের মন ভালো থাকার হারও নেমে গিয়েছে আগের তুলনায়। গত বছর দেশের ৭০ শতাংশ মানুষ জানিয়েছিলেন, তারা ইতিবাচক অনুভূতিগুলি নিয়ে ভালো আছেন। কিন্তু ২০২৩ সালের রিপোর্টে এই হার কমে দাঁড়িয়েছে ৬৭ শতাংশে।