ক্যাব অ্যাপে সাধারণত একটি রেটিং সিস্টেম থাকে। ওই ক্যাবে চড়ে যাত্রী এবং ড্রাইভারের কেমন অভিজ্ঞতা হল, সেই ফিডব্যাক দেওয়ার জন্য উভয়কেই সুযোগ করে দেয় এই সিস্টেম। রাইডারের ভালো অভিজ্ঞতার জন্য ফাইভ-স্টার রেটিং ছাড়াও, ড্রাইভারদের সম্পর্কে সাধারণত বিভিন্ন ধরনের কমেন্টও করা যেতে পারে ওই সিস্টেমে। এবার এই সিস্টেমই কাজে লাগিয়ে অদ্ভুত কাণ্ড করে বসেছেন এক রাইডার।
একজন উবার চালক সম্পর্কে করা একটি অদ্ভুত মন্তব্য, প্রশংসাও বলা যায় এটিকে, মূলত ভুল কারণে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মোহাম্মদ নামের একজন উবার ড্রাইভারের প্রোফাইলে দেখানো একটি স্ক্রিনশট ইন্টারনেটে নেটিজেনদের হাসিয়ে ছেড়েছে, অবাকও করে দিয়েছে।
আরও পড়ুন: (Viral: এক মিনিটেই 'খেল খতম'! ন্যাশনাল পার্কে পর্যটকদের সামনেই হরিণ শিকার বাঘের, ছবি তুলে বিপাকে সকলে)
কী এমন দেখা গিয়েছে ওই স্ক্রিনশটে
স্ক্রিনশটে স্পষ্ট দেখা গিয়েছে যে ওই ড্রাইভার আট বছর ধরে উবারের সঙ্গে কাজ করছেন। আট বছরে ১০,১৩৮টি ট্রিপ সম্পন্ন করেছেন তিনি। যাত্রীদের ভালো অভিজ্ঞতার জন্য তাঁর নাম রেটিংও রয়েছে বেশ ভালো। রেটিং ৫ এর মধ্যে ৪.৯৬ রেটিং পেয়েছেন তিনি। চমৎকার পরিষেবা, চমৎকার কথা বলার ক্ষমতা এবং গাড়ি চলাকালীন মিউজিক সিস্টেমে ভালো গান চালানোর জন্য যাত্রীদের কাছ থেকে প্রশংসা অর্জন করেছেন তিনি। কিন্তু তাঁর সম্পর্কে একজন গ্রাহকের করা একটি মন্তব্য সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের নজর কেড়েছে। এই আট বছরে করা সবচেয়ে বড় এই মন্তব্যটি ছিল, 'এই ড্রাইভার ভালো চুমু খেতে জানেন।'
আরও পড়ুন: (Top 10 Travel Destinations: ২০২৪ সালে ঘোরার জন্য এই ১০ জায়গা সার্চ করেছে ভারত, তালিকায় খুঁজুন 'ড্রিম লোকেশন)