বাংলা নিউজ >
টুকিটাকি > চায়ের নেশা পিছু ছাড়ে না? পানের আগে জেনে নিন আপনার সাধের চা পাতায় ভেজাল নেই তো!
পরবর্তী খবর
চায়ের নেশা পিছু ছাড়ে না? পানের আগে জেনে নিন আপনার সাধের চা পাতায় ভেজাল নেই তো!
1 মিনিটে পড়ুন Updated: 27 Oct 2021, 10:17 PM IST Priyanka Ram আবার, আটা, চাল, ডাল, ময়দা, নানান গুঁড়ো মশলা এমনকি চা পাতাতেও এত সূক্ষ্ম ভেজাল থাকে, যা চোখে দেখে ধরাও যাবে না। ফুড সেফ্টি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI) এ ক্ষেত্রে ত্রাতার ভূমিকা গ্রহণ করেছে।