রবিবার ভারতে শাওয়াল মাসের চাঁদ দেখা গেল। আর তার ফলে সোমবার ভারতে ইদ পালিত হবে। কলকাতা-সহ পশ্চিমবঙ্গের মুসলিমরাও মেতে উঠবেন ইদে। এই বিশেষ উৎসবে আপনার প্রিয়জন ও কাছের মানুষদের শুভেচ্ছা জানানোর জন্য কী লিখবেন ভাবছেন? দেখে নিন।
রাত পোহালেই খুশির ইদ। রমজান মাস শেষ হওয়ার পর এই উৎসব পালিত হয়। এই বিশেষ উৎসবে আপনার প্রিয়জন ও কাছের মানুষদের শুভেচ্ছা জানানোর জন্য কী লিখবেন ভাবছেন? দেখে নিন।
১. ইদ মোবারক! আল্লাহ আপনাকে এবং আপনার পরিবারকে এই ইদে আশীর্বাদ ও সুখ বর্ষণ করুন।
২. শান্তি, সমৃদ্ধি এবং অসংখ্য আনন্দের মুহূর্ত পূর্ণ একটি আনন্দময় ইদ-উল-ফিতরের শুভেচ্ছা।
৩. ইদ মোবারক! এই ইদ আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে আসুক এবং আপনার হৃদয় কৃতজ্ঞতায় ভরে যাক।
৪. আল্লাহর রহমত আপনার এবং আপনার পরিবারের উপর সর্বদা বর্ষিত হোক। ইদ মোবারক!
৫. আপনাকে এবং আপনার প্রিয়জনদের ভালোবাসা, হাসি এবং সুস্বাদু খাবারে ভরা পবিত্র ইদ-উল-ফিতরের শুভেচ্ছা।