প্রতি বছরের ন্যায় এই বছরেও ইসলামিক চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী, নির্দিষ্ট নিয়ম মেনে উদযাপিত হচ্ছে রমজান। এই সময়ে প্রতিদিন প্রার্থনা, ঈশ্বর চিন্তা এবং কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। চলতি বছর রমজান শুরু হয়েছে মার্চের শুরুতেই, যা শেষ হবে রবিবার ইদ-উল-ফিতর উদযাপনের মাধ্যমে। এই ইদ উপলক্ষে প্রিয় বন্ধু-বান্ধব এবং প্রিয়জনকে পাঠান ইদের শুভেচ্ছাবার্তা।
আরও পড়ুন: খরগোশ না হাঁস? তাকাতেই প্রথমে কী দেখলেন? ছবিই জানান দেবে আপনার চিন্তাভাবনা কেমন
আরও পড়ুন: ডোরাকাটা দাগের ভিড়েই ওঁত পেতে এক মাংসাশী প্রাণী! দেখতে পেলেন? সময় ৫ সেকেন্ড
১) শুভ হোক ইদের দিন
২) আপনাকে ইদ মোবারক!
৩) পবিত্র ইদ - উল - ফিতর উপলক্ষে আপনাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।
৪) এক মাস রমজান পালন করার পর অবশেষে পালিত হবে ইদ। এই উপলক্ষে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই।
৫) আল্লাহ আপনার সমস্ত কামনা পূরণ করুক। আপনাকে জানাই ইদ মোবারক।
৬) ইদ মানেই সুন্দর একটা দিন, আপনাকে জানাই এই দিনটির অনেক অনেক শুভেচ্ছা।
আরও পড়ুন: তোতার ভিড়েই লুকিয়ে আছে টকটকে গোলাপখাস! খুঁজে পেলেন? সময় মাত্র ৫ সেকেন্ড
আরও পড়ুন: একটিমাত্র চাবি, ৪টের মধ্যে কোন তালাটা খুলবে? ৫ সেকেন্ডে বলতে পারলেই জিনিয়াস
৭) আল্লাহ আপনার ওপর সদা সদয় থাকুন। আপনাকে এই শুভ দিনের শুভেচ্ছা জানাই।
৮) আপনার হাতের মেহেন্দির রঙে রঙিন হয়ে উঠুক আপনার জীবন। আপনাকে ইদের অনেক শুভেচ্ছা।
৯) সমস্ত কষ্ট সরে গিয়ে আপনার জীবনে আসুক আনন্দ। আগামী সময় শুভ হোক। ইদ মোবারক।
১০) ছোট বড় সকলের মুখে হাসি ফুটে উঠুক,পবিত্র ইদ হয়ে উঠুক আনন্দময়। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ইদের।