Sreebhumi Sporting Club 2024 Theme: দক্ষিণের তিরুপতি মন্দিরের সাজে এবার সেজে উঠবে শ্রীভূমি। সঙ্গে বেশ কিছু চমকও থাকছে দর্শকদের জন্য।
দক্ষিণের এই মন্দিরের সাজে সেজে উঠবে শ্রীভূমি
Durga Puja 2024: দুর্গা পুজো মানেই কলকাতার যে যে পুজোগুলি শীর্ষে থাকে, তার মধ্যেই শ্রীভূমির (Sreebhumi Sporting Club Puja) নাম না করলেই নয়। প্রতিবারই নানারকম থিমের চমক থাকে এই পুজোয়। তবে একই সঙ্গে বিতর্ক ও ভোগান্তি জুড়ে থাকে এই পুজোর সঙ্গে। গত বছর পুজো শুরুর আগে মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়ে ‘বকা’ও খান পুজো উদ্যোক্তা তথা মন্ত্রী সুজিত বসু। তবে গত বছর ভিড় ও যানজট ছাড়া অন্য কোনও বিতর্কে জড়াতে দেখা যায়নি কলকাতার এই বিশাল পুজোকে (Durga Puja 2024)। এই বছর ফের নতুন এক পুজো থিম নিয়ে হাজির সুজিত বসুর বিখ্যাত পুজোটি। বুর্জ খলিফা থেকে নানারকম চমক গত কয়েক বছরে দেখিয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। চলতি বছরে এবার বেছে নেওয়া হল তিরুপতি মন্দিরকে (Tirupati Mandir)। তিরুপতি মন্দিরের আদলেই এই বছর মণ্ডপ সাজানো হবে।
তিরুপতি মন্দিরের আদলে সাজছে মণ্ডপ
পুজো কমিটি জানিয়েছে, প্যাণ্ডেল সজ্জার পাশাপাশি আলোকসজ্জাও এই বছরের অন্যতম আকর্ষণ হতে চলেছে। দক্ষিণ ভারতের বিখ্যাত তিরুপতি মন্দির বহু ধর্মপ্রাণ মানুষের গন্তব্যস্থল। বছরভর পুণ্যার্থীদের ঢল নামে দক্ষিণের এই মন্দিরে। বর্তমানে যদিও এই মন্দিরের প্রসাদ পশুর চর্বির বিতর্কে জড়িয়েছে। তবে তাতে মন্দিরের মহিমা এতটুকু কমেনি। ২০২৪ সালের পুজোয় তাই তিরুপতি মন্দিরকেই পাখির চোখ করছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। পুজোর আর দশদিনও বাকি নেই। ইতিমধ্যে মন্দিরের আদলে মণ্ডপ নির্মাণের কাজ অনেকটাই শেষ। এখনও দর্শকদের ঢল না নামলেও হানা দিতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। বিভিন্ন চ্যানল ও পেজের তরফ থেকে অ্যাডমিন-ওনাররা পৌঁছে যাচ্ছেন শ্রীভূমি। মণ্ডপ প্রস্তুতির দৃশ্য ক্যামেরাবন্দি করে নিয়ে আসছেন। ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই সব ভিডিয়ো।
পুজো শুরুর অনেক আগে থেকেই ভিআইপি রোডে যানজট শুরু হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা সেখানে আটকে থাকতেও হয়। আর এর নেপথ্যে থাকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। শ্রীভূমির একটি পুজোর দৌলতেই এয়ারপোর্ট থেকে উল্টোডাঙা হয়ে বাইপাসে পৌঁছে যায় যানজট। এবারেও সেই যানজট হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে পুজো কমিটির বক্তব্য, যানজট মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রবেশ ও বেরনোর জন্য আলাদা আলাদা দুটো গেট করা হবে বলে জানিয়েছে কমিটি।