গত ৯ অক্টোবর ৮৬ বছর বয়সে প্রয়াত হন রতন টাটা। বেশ কয়েক দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ভর্তি ছিলেন মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে। অবশেষে গত বুধবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রতন টাটা। ভারত হারায় এক অমূল্য 'রতন'কে।
রতন টাটার মৃত্যুর পর যেন শোকস্তব্ধ হয়ে যায় গোটা দেশ। শিল্প জগৎ শুধু নয়, সারা দেশ হারায় এক সুন্দর হৃদয়ের মানুষকে। রতন টাটার মৃত্যুম্লান করে দেয় দুর্গা পুজোর আনন্দকে, বিশেষ করে জামশেদপুরে।
(আরও পড়ুন: মহাষ্টমীর পুণ্যলগ্নে প্রিয়জনকে জানান অন্তরের শুভকামনা, পাঠিয়ে দিন এই বার্তা)
রতন টাটার মৃত্যুতে শুধুমাত্র শোক জ্ঞাপন নয়, এক অন্যতম পন্থা অবলম্বন করল জামশেদপুরের ৩৩২টি দুর্গাপুজো কমিটি। শহরের গর্ব রতন টাটাকে সম্মান জানাতে মহা সপ্তমীর দিন মাইক বাজানো বন্ধ রাখলেন আয়োজকরা। শুধু তাই নয়, বাতিল করে দেওয়া হল সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান।
রতন টাটার মৃত্যুর পরেই তড়িঘড়ি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় দুর্গাপুজো কমিটির পদাধিকারিকরা। বৈঠকে ঠিক হয়, রতন টাটার প্রতি শ্রদ্ধা জানাতে বৃহস্পতিবার অর্থাৎ মহাসপ্তমীর দিন মাইকে গান বাজানো বন্ধ থাকবে। এমনকি ঢাক সহ অন্য কোনও বাদ্যযন্ত্র বাজানো যাবে না। শুধু পুজোর সময়টুকু বাজানো যাবে ঢাক।
(আরও পড়ুন: রাত পোহালেই মহাষ্টমী, প্রিয়জনকে জানান এই পুণ্যলগ্নের শুভেচ্ছা)
কেন্দ্রীয় পুজো কমিটির সাধারণ সম্পাদক আশুতোষ কুমার সিং পিটিআইকে বলেন, ‘আমরা সমস্ত পুজো কমিটিকে খুব সাধারণভাবে পুজো উদযাপন করার জন্য আবেদন জানিয়েছি। রতন টাটার প্রতি শ্রদ্ধা জানাতে ঢাক বা অন্য কোনও বাদ্যযন্ত্র, মাইকে গান না বাজানোর আহ্বান জানিয়েছি। এই আহ্বানে সাড়া দিয়েছেন জানিয়েছেন সকলেই।’