Durga Puja 2024: সাবেকি সাজে থাকুক 'পাতলুনি' ছোঁয়া, পুরুষদের জন্য এই পুজোয় বিশেষ টিপস Updated: 02 Oct 2024, 05:48 PM IST Swati Das Banerjee Puja fashion at Durga Puja: পুজোর চার দিন ঠিক কেমন ভাবে নিজেকে সাজিয়ে তুলতে হবে, তা নিয়ে ছেলেরাও করে প্রচুর গবেষণা। তবে সাবেকি লুক তুলে ধরার জন্য কোন প্যান্ট পরলে মানাবে? সেটাই জানানো হল এই প্রতিবেদনে।