1 মিনিটে পড়ুন Updated: 08 Oct 2024, 11:47 AM ISTSanket Dhar
Durga Puja 2024 Bhawanipur 75 Pally Theme: ভবানীপুর ৭৫ পল্লীর পুজো এই বছর ৭৫ বছরে পা দিল। হীরক জয়ন্তী উপলক্ষেই এবার তাদের নতুন ভাবনা কবি জীবনানন্দের একটি লাইন।
ভবানীপুর ৭৫ পল্লীর থিমে এবার জীবনানন্দ
Durga Puja 2024: ৭৫ বছর অর্থাৎ হীরক জয়ন্তী। সম্পূর্ণ করল ভবানীপুর ৭৫ পল্লীর পুজো। হীরক জয়ন্তী উপলক্ষেই এবার নতুন থিমের ভাবনা ফুটিয়ে তুলল ভবানীপুরের এই পুজো। এবারের পুজোর থিম ‘তবুও তোমার কাছে আমার হৃদয়’। শিল্পী শিবশঙ্কর দাসের ভাবনায় ফুটে উঠেছে এই বিশেষ থিম। থিমের মূল ভাবনা ফুটিয়ে তোলার ক্ষেত্রেও রয়েছে পরিবেশ প্রকৃতির প্রতি গভীর ভাবনা। পরিবেশবান্ধব বিভিন্ন উপকরণ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে ৭৫ বছর অর্থাৎ হীরক জয়ন্তীর এই থিম (Bhawanipur 75 Pally Theme)।
মূর্তির ভাবনায়
থিমের পাশাপাশি মূর্তির ভাবনাতেও এবার রয়েছে বিশেষত্ব। কারণ ভবানীপুর ৭৫ পল্লির দুর্গা প্রতিমা গড়ার দায়িত্ব পেয়েছেন শিল্পী সনাতন দিন্দা। ডিটেলিংয়ের পাশাপাশি উজ্জ্বল রঙের কোলাজে তৈরি হয়েছে দেবী মূর্তি। থিমের নাম আদতে কবি জীবনানন্দ দাশের একটি কবিতা থেকে উদ্বুদ্ধ।
থিমের কেন্দ্রে জীবনানন্দ
সুচেতনা কবিতায় কবি লিখছেন---
সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ
বিকেলের নক্ষত্রের কাছে;
সেইখানে দারুচিনি-বনানীর ফাঁকে
নির্জনতা আছে।
এই পৃথিবীর রণ রক্ত সফলতা
সত্য; তবু শেষ সত্য নয়।
কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে;
তবুও তোমার কাছে আমার হৃদয়।
এই শেষ লাইনকেই আশ্রয় করেছে ভবানীপুরের এই বিখ্যাত পুজো মণ্ডপ। তবে এখানে সুচেতনা নয়। কলকাতা শহরের কাছে হৃদয় দিয়েছে এই পুজো। অন্তত তেমনটাই জানাচ্ছেন পুজো উদ্যোক্তারা। তাঁদের কথায়, কলকাতার সমৃদ্ধ সংস্কৃতি চিরকাল বাঙালির গর্ব হয়ে থেকেছে। হীরক জয়ন্তী বর্ষে তাই অভিনব ভাবনাকে পাথেয় করা হয়েছে এবার। পরিবেশবান্ধব এমন জিনিস দিয়ে গড়ে তোলা হয়েছে এবারের পুজো মণ্ডপ। আর তার মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়েছে কলকাতা তথা বাংলার প্রাচীন সংস্কৃতি। সেই সংস্কৃতির কাছেই আদতে হৃদয় বাঁধা হয়ে পড়ে রয়েছে সকল বাঙালির। এমনই একটি বার্তা দিতে চেয়েছে ভবানীপুর ৭৫ পল্লী।
পরিবেশ ভাবনা এই বছর বিভিন্ন পুজো মণ্ডপের কাজে প্রধান হয়ে উঠেছে। তার মধ্যেই অন্যতম হল ভবানীপুর ৭৫ পল্লী। পুজোমণ্ডপের উপাদান থেকে প্রতি বছরই দূষণ ছড়ায়। সেই দূষণ এড়াতে এই বছর পরিবেশবান্ধব জিনিস ব্যবহার করে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ।