Diabetes: ২০৫০-র মধ্যে ১৩০ কোটি মানুষ ডায়াবিটিসে ভুগবেন, সতর্ক করলেন বিজ্ঞানীরা Updated: 28 Jun 2023, 01:00 PM IST Sanket Dhar Diabetes: সারা বিশ্বের কোটি কোটি মানুষ ডায়াবিটিসে ভুগতে চলেছেন। বড়সড় বিপদের আর দেরি নেই বলেই জানাচ্ছেন বিজ্ঞানীরা। কেন এই বিপদ ঘনিয়ে আসছে তাও জানাচ্ছে সাম্প্রতিক গবেষণা।