আজ আলোর উৎসব। সারা বাংলা মেতে উঠবে দীপাবলির আয়োজনে। মায়ের বিভিন্ন মন্দিরেও নির্দিষ্ট সময় অনুষ্ঠিত হবে মায়ের পুজো। দক্ষিণেশ্বরের কালী মন্দিরেও নির্দিষ্ট সময় পূজিত হবেন মা ভবতারিণী। আর এই পুজোর লাইভ সম্প্রচার দেখা যাবে দূরদর্শনে। মোবাইল থেকে লাইভ দেখতে চাইলে সহজেই দেখতে পাবেন নিচের উপায়ে।
আরও পড়ুন - Kalighat and Dakshineswar Special Metro: কালীঘাট বা দক্ষিণেশ্বরে যাবেন কালীপুজোর রাতে? কখন স্পেশাল মেট্রো চলবে? রইল সূচি
মা ভবতারিণীর পুজোর লাইভ সম্প্রচার দেখার উপায়
মোবাইলে দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর লাইভ সম্প্রচার দেখার জন্য প্রথমে ইউটিউবে যেতে হবে। সেখান থেকে নিচের দেওয়া লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখা যাবে মায়ের লাইভ সম্প্রচার শিডিউল করা রয়েছে রাত সাড়ে দশটার সময়। ১০টা বেজে ৩০ মিনিটের আগে যদি ইউটিউবের এই লিঙ্কে যান, তবে শিডিউল লেখাটাই দেখতে পাবেন। আর তার পাশেই দেখা যাবে ‘Notify Me’ লেখাটা। এতে ক্লিক করলেই নোটিফিকেশন অন হয়ে যাবে। এরপর রাতে নির্দিষ্ট সময় ফোনে নোটিফিকেশন চলে আসবে। ওই নোটিফিকেশনে ক্লিক করলেই দেখতে পাবেন লাইভ।
আরও পড়ুন - Kali Puja Special Local Trains: কালীপুজোর রাতে দক্ষিণেশ্বর, বারাসতে যেতে স্পেশাল ট্রেন! আর কোন লাইনে চলবে? সূচি
লিঙ্ক ২:
কারা দেখাবে এবারের লাইভ সম্প্রচার
দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর লাইভ সম্প্রচারের দায়িত্বে রয়েছে দূরদর্শন। তাদের ইউটিউব চ্যানেল থেকে এই লাইভ দেখা যাবে। দুটি চ্যানেলে লাইভ দেখানো হবে। একটি দূরদর্শন বাংলা। অন্যটি দূরদর্শন ন্যাশনাল। দুটোতেই একই সময় থেকেই লাইভ শুরু হবে। যেকোনও একটিতে নোটিফাই মি-র বাটনে ক্লিক করে রাখলেই হবে।