Home made Cake: আপনার বানানো কেক কি ইটের মতো শক্ত হয়! এই সিক্রেট টিপস মেনে বাড়িতে তৈরি করে ফেলুন, হবে স্পঞ্জের মতো নরম Updated: 20 Dec 2023, 01:33 PM IST Sritama Mitra কেক বানানোর সময় শুধু যে উপকরণের মাত্রা খেয়াল রাখতে হয়, তা নয়। সঙ্গে কোন পাত্র ব্যবহার করছেন, কীভাবে কোন পর্যায়ে তা ব্যবহার হচ্ছে, তাও অনেকটা নির্ভর করে। রইল টিপস।