Bizarre: চিনের সর্বত্র এত দুর্গন্ধ কেন? বড় কথা বলতেই পাকিস্তানি MBBS-কে ধুয়ে দিল নেটিজেন
1 মিনিটে পড়ুন Updated: 18 Jan 2025, 04:23 PM ISTBizarre: একজন পাকিস্তানি ডাক্তারের একটি ভিডিয়ো অদ্ভুত কারণে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

চিনে প্রবেশ করলেই নাকি জাঁকিয়ে বসে দুর্গন্ধ। চিনের এমনই সমালোচনা করতে গিয়ে মহাবিপাকে পাকিস্তানি ডাক্তার। ভাইরাল হতে গিয়ে ট্রোলড হচ্ছেন এখন। দেশটি সম্পর্কে নিজের অস্বস্তিকর অভিজ্ঞতা শেয়ার করে নেওয়ার পরই কান্ডটা ঘটেছে।
ইনস্টাগ্রামে ওই কন্টেন্ট ক্রিয়েটরের নাম ফানি। তিনি এদিন নিজের ভিডিয়োতে জিজ্ঞাসা করেছিলেন যে , চিনে এত দুর্গন্ধ কেন? ভিডিয়োতে তিনি বলেছিলেন যে যখন তিনি দুবাই থেকে চিনে উড়ে এসেছিলেন, তাঁকে যেন দুর্গন্ধে স্বাগত জানানো হয়েছিল। তিনি দাবি করেন যে ওই দেশে পৌঁছানোর পর পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছিল। এমনকি তিনি বলেছিলেন যে এমন গন্ধের কারণ তাঁর বমি করার মতো অনুভব হচ্ছিল।
আরও পড়ুন: (Fish Spa Side Effects: ভুল করেও করাবেন না ফিশ স্পা! শিকার হতে পারেন ভয়ানক রোগের)
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভিডিয়োটি একেবারেই পছন্দ করেননি এবং ওই ডাক্তারের সমালোচনা করেছেন। একজন লিখেছেন, 'আমি বহু বছর ধরে চিনে বাস করছি এবং কখনও খারাপ কিছুর গন্ধ পাইনি। চিনাদের স্বাস্থ্যবিধি ভালো। আমার মনে হয় আপনি চিনের নয়, নিজের গন্ধই পাচ্ছেন।' আরও একজন লিখেছেন, চিন খুবই পরিষ্কার, আর সেখানকার মানুষ এতটাই পরিষ্কার যে তুমি কীভাবে খারাপ কিছুর গন্ধ পাচ্ছো তা আমি বুঝতে পারছি না। আমি চিনে গিয়েছি এবং কখনও এরকম কিছু অনুভব করিনি। দেশটা পরিষ্কার এবং সুন্দর।' তৃতীয় একজন বললেন, 'কোনও দেশ সম্পর্কে খারাপ কথা বলো না। আমাদের এটা করতে শেখানো হয় না। পশ্চিমাদের এটা করতে দাও, তারা এতে ভালো। তুমি যে দেশে আছো, যে দেশে তোমাকে থাকার সুযোগ দিয়েছে, তাকে সম্মান করো।'
আরও পড়ুন: (Katrina Kaif’s diet secrets: শরীরে একফোঁটাও মেদ থাকবে না, ঠিক ক্যাটরিনার মতো ফিগার পাবেন এভাবে)
ফানির ইনস্টাগ্রাম বায়ো থেকে জানা যায় যে তিনি বর্তমানে চিনেই থাকেন। নিজের ভিডিয়োতে তিনি বলেছেন যে সেখানে থাকার পর তিনি এই গন্ধে অভ্যস্ত হয়ে গেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে এই 'দুর্গন্ধ' কেবল চিনেই নয়, তিনি বেশ কিছু ইউরোপীয় দেশেও এমন একই পরিস্থিতি লক্ষ্য করেছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports