১। মিন্টু বলছে পিন্টুকে, ‘বল দেখি, খালি পেটে তুই কয়টা রুটি খেতে পারবি?’
পিন্টু: উমমম্… চারটে।
মিন্টু: হয়নি। খালি পেটে তুই একটা রুটিই খেতে পারবি। কারণ পরবর্তী রুটিগুলো খাওয়ার সময় তোর পেট আর খালি থাকবে না।
মিন্টুর বুদ্ধি দেখে খুব মজা পেল পিন্টু।
খানিক বাদে সন্টুকে পেয়ে জিজ্ঞেস করল পিন্টু, ‘বল দেখি, খালি পেটে তুই কটা রুটি খেতে পারবি?’
সন্টু: উমমম্… তিনটে।
পিন্টু: দূর। মজাটা হল না। চারটে বললে মজা হতো!
(আরও পড়ুন: সপ্তাহ শেষ হতেই চলল, এবার একটু আনন্দ করুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
২। শ্যামল: কী রে বিমল, আয়নার সামনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছিস কেন?
বিমল: ঘুমিয়ে থাকলে চেহারাটা কেমন দেখায় একটু দেখছি, এই যা!
(আরও পড়ুন: বৃষ্টি নেমে গরম কমেছে, এবার হাসির পালা! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, থাকুন আনন্দে)
৩। প্রথম ব্যক্তি: কী হে, তোমায় এত বিমর্ষ দেখাচ্ছে কেন ? হল কী ?
দ্বিতীয় ব্যক্তি: এইমাত্র একটা বই পড়লাম যার শেষ পরিণতি অত্যন্ত দুঃখজনক।
প্রথম ব্যক্তি: তাই নাকি। কী বই?
দ্বিতীয় ব্যক্তি: বইটি হচ্ছে আমার চেক বই।
প্রথম ব্যক্তি: ওকে… পরে কথা হবে।
(আরও পড়ুন: গরম কমেছে, এবার মন ঠান্ডা করতে পড়ে নিন দিনের সেরা ৫ জোকস, সন্ধ্যাটা হোক মজাদার)
৪। বাড়ির কর্তা কথা বলছে নতুন পরিচারকের সঙ্গে।
গৃহকর্তা: ঠিক আছে তুমি আজ থেকে কাজে লেগে যাও।
পরিচারক: কত টাকা করে পাব?
গৃহকর্তা: প্রতিদিন ২০ টাকা করে পাবে। চার মাস পর থেকে ৪০ টাকা করে পাবে।
পরিচারক: আমি তাহলে চার মাস পরেই আসবো।
(আরও পড়ুন: রবিবার বিকেল আরও একটু মজাদার করে তুলুন! পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)