পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Booster Vaccine: আপনার কি ষাট বছরের উপরে বয়স? নতুন পদ্ধতিতে বুস্টার টিকা পাবেন কী করে
সোমবার কেন্দ্র সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে নতুন টিকানীতি। দু’টি নতুন বিষয় যুক্ত হয়েছে এই টিকানীতিতে। সেগুলি কী কী?
- এখন ১২ থেকে ১৪ বছরের মধ্যে যাঁদের বয়স, তাঁরাও টিকা পাবে। তবে তাদের শুধু Corbevax টিকাই দেওয়া হবে।
- ষাটোর্ধ্বরা এবার সকলেই বুস্টার পাবেন। আর কোনও আলাদা কারণ দেখাতে হবে না।
এর আগে বলা হয়েছিল, ষাটের উপরে যাঁদের বয়স, তাঁরা সকলেই যে বুস্টার টিকা পাবেন, এমন নয়। সেক্ষেত্রে চিকিৎসকের ক্ষেত্রে কোমর্বিডিটির সংশাপত্র লিখিয়ে আনতে হত। যাঁরা দুরারোগ্য কোনও অসুখে ভুগছিলেন, ডায়াবিটিস বা হৃদরোগের আশঙ্কা ছিল, ক্যানসার আক্রান্ত হয়ে থাকলে এই বুস্টার টিকা নিতে পারতেন তাঁরা। কিন্তু এবার এই নিয়মটাই আর থাকল না।
তাহলে নতুন কী?
- এবার ষাটের উপরে বয়স হলেই বুস্টার বা তৃতীয় ডোজ পাবেন।
- তার জন্য কোউইন দিয়ে যেভাবে নাম নথিভুক্ত করতে হয়, করে নিলেই হল।
- সরাসরি টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন ষাটোর্ধ্বরা।
- আগে থেকে চিকিৎসক বা কারও কোনও সংশাপত্র হাজির করতে হবে না।
- ১৬ মার্চ থেকে এই পদ্ধতিতে টিকা পাবেন ষাটের উপরে যাঁদের বয়স, তাঁরা প্রত্যেকে।