সামনে খাবারের প্লেট দেখলেই লাফিয়ে ওঠে কুকুর ছানা। এটা অত্যন্ত সাধারণ এবং কিউট একটা ব্যাপার। কিন্তু বাঘ মহাশয়কে কিউট বলবে এমন সাধ্যি কার আছে। বাঘের নামেই ভয় ধরে যায়। অথচ বাঘকে দিয়েও যে কুকুরের মতো আচরণ করানো যায়, তা এই ইন্সটা ভিডিয়ো দেখার আগে বিশ্বাসই হবে না কারও।
আরও পড়ুন: (Weight Gain Super Foods: চেহারা খুব ছিপছিপে বলে কষ্ট? ওজন বাড়াতে চাইলে এই ৫ খাবার দিয়ে করুন বাজিমাত)
কী দেখা গিয়েছে ভাইরাল ভিডিয়োতে
ইন্দোনেশিয়া থেকে ভাইরাল হয়েছে এমনই এক ভিডিয়ো। ওই ভাইরাল ভিডিয়োতেই দেখা গিয়েছে যে বাঘকে পোষ মানিয়েছেন একজন অত্যন্ত সাহসী ব্যক্তি। ওই বাঘের নাম রেখেছেন কেনজো। ভিডিয়োতে, ওই পোষ্য বাঘ তার মালিকের দেওয়া খাবারে আশ্চর্যজনকভাবে, কুকুরছানার মতো প্রতিক্রিয়া দেখাতে থাকে এবং তা দেখে স্তম্ভিত সারা বিশ্ব। ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে একটি বাঘ খাবার দেখে প্লেফুল পোষ্য কুকুরের মতো আচরণ করছে এবং মালিক বাঘটিকে হাত দিয়ে কাঁচা মাংস খেতে দিচ্ছেন।
ভাইরাল ভিডিয়ো দেখুন এখানে
স্বাভাবিকভাবেই, ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই এটি দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইতিমধ্যেই লক্ষাধিকের বেশি মানুষের নজর কেড়েছে ভিডিয়োটি।
আরও পড়ুন: (Weight Loss Tips: ওজন কমাতে ৪০ দিনের ডায়েট প্ল্যান গৃহিনীদের জন্য! কী কী কখন খেতে হবে, দেখে নিন লিস্ট)
ভিডিয়ো দেখে কী বলছেন নেটিজেনরা
ভিডিয়ো দেখে বিস্মিত ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। কেউ কেউ বাঘ এবং এর মালিকের মধ্যে দৃঢ় বন্ধনের প্রশংসা করছেন, আবার কেউ আবার ব্যাখ্যা করেছেন যে এমন একটি মৃদু সংযোগ দেখতে কতটা সুন্দর। অনেকে বন্য প্রাণীদের মোকাবেলা করার সময় সতর্ক থাকার পরামর্শও দিচ্ছেন। একজন ব্যবহারকারী, মজা করে মন্তব্য করেছেন, স্যার, আমি মনে করি আপনি বিড়াল ভেবে ভুল করে বাঘ পুষে ফেলেননি তো। আরও একজন ব্যবহারকারী, বলেছেন, ওহ মাই গড, কীভাবে একটা বাঘ বাচ্ছাদের মত এতটা দুষ্টু হতে পারে? এমনই সময় অন্য একজন তৃতীয় ব্যবহারকারী, মন্তব্য করেছেন, 'আমি জানতাম না যে আপনার পোষা বাঘও থাকতে পারে এবং তারা কাঁচা মাংস খেতে পছন্দ করতে পারে। আপনি তা খাওয়াতেও পারেন।
প্রসঙ্গত, এটি কেনজো বাঘের প্রথম ভাইরাল ভিডিয়ো নয়। বেশ কয়েকটি জনপ্রিয় ইনস্টাগ্রাম ভিডিয়োতে এর আগেও কুকুরছানার মতো খেলা খেলতে দেখা গিয়েছিল এই বাঘটিকে।