বাংলা নিউজ >
টুকিটাকি > Darjeeling Summer Tour: গরম থেকে বাঁচতে দার্জিলিং, গিজগিজ করছে ভিড়, বুকিং ছাড়়া গেলেই পকেট ফাঁকা!
পরবর্তী খবর
Darjeeling Summer Tour: গরম থেকে বাঁচতে দার্জিলিং, গিজগিজ করছে ভিড়, বুকিং ছাড়়া গেলেই পকেট ফাঁকা!
1 মিনিটে পড়ুন Updated: 30 Apr 2024, 10:23 AM IST Satyen Pal ম্যালে একেবারে উপচে পড়ছে ভিড়। সেই সঙ্গে দার্জিলিংয়ে শীত পোশাকের দোকানগুলোতে একেবারে ঠাঁই নেই অবস্থা। ম্যালে ওঠার আগে ও ম্য়াল সংলগ্ন এলাকায় যে শীত পোশাকের দোকানগুলি রয়েছে সেখানে বাঙালি পর্যটকদের ভিড় একেবারে চোখে পড়ার মতো। সোয়েটার, টুপির দরদাম চলছে পুরোদমে।