বিখ্যাত গল্পকার সেলিম খান ও চিত্রনাট্যকার জাভেদ আখতার একসঙ্গে বহু কাজ করতেন। কিন্তু তাঁদের সন্তানেরা অর্থাৎ সুপারস্টার সলমন খান এবং চিত্রনাট্যকার জোয়া আখতার কিন্তু এখনও একটি কাজও একসঙ্গে করেননি। তিনি এক সাক্ষাৎকারে সলমন খানের সঙ্গে কাজ করারা ইচ্ছে প্রকাশ করেছেন।
সলমন খান এবং জোয়া আখতার
বিখ্যাত গল্পকার সেলিম খান ও চিত্রনাট্যকার জাভেদ আখতার একসঙ্গে বহু কাজ করতেন। তাঁদের সেই সব কাজ ভারতীয় সিনেমাকে যথেষ্ট সমৃদ্ধ করেছে। কিন্তু তাঁদের সন্তানেরা অর্থাৎ সুপারস্টার সলমন খান এবং চিত্রনাট্যকার জোয়া আখতার কিন্তু এখনও একটি কাজও একসঙ্গে করেননি। জাভেদ আখতারের মেয়ে জোয়া সম্প্রতি নায়কের সঙ্গে একসঙ্গে কাজ করা প্রসঙ্গে জানান যে, কোলাবরেশন তখনই সুন্দর হবে যখন দু'জনের পছন্দ মিলে যাবে, বা কোনও একটা কাজ দু'জনের একসঙ্গে করতে ভালো লাগবে।
বিখ্যাত চিত্রনাট্যকার জোয়া আখতারের বহুল চর্চিত ছবিগুলি হল 'গলি বয়', 'জিন্দেগি না মিলেগি দোবারা', 'লাক বাই চান্স'। তিনি এক সাক্ষাৎকারে সলমন খানের সঙ্গে কাজ করারা ইচ্ছে প্রকাশ করেছেন।
বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে জোয়া সলমনের সঙ্গে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। তিনি সম্ভাব্য কোলাবরেশনেরও আভাস দিয়েছেন। তিনি বলেছিলেন, 'এটা আমার জন্য একটা দারুণ অভিজ্ঞতা হবে! কিন্তু তিনি একজন মেগাস্টার, ওঁর ব্যক্তিত্বটাই আলাদা রকমের। পাশাপাশি ওঁর একটি বড় ফ্যানবেসও রয়েছে। তাই আমাকে অবশ্যই একটি বিষয় খুঁজে বের করতে হবে যে তাঁর, তাঁর ভক্তদের এবং আমার জন্য কাজের ক্ষেত্রে কোন জায়গায় ভাবনায় মিল হয়। যে মুহূর্তে আমরা এই পছন্দের বিষয়টা খুঁজে পাবো, তখনই এই কাজটা সুন্দর হয়ে উঠবে, আর কাজটা করতেও আমাদের মজা হবে।'
অ্যামাজন প্রাইম ভিডিয়োতে আসন্ন ডকুমেন্টারি 'অ্যাংরি ইয়াং মেন'-এ জোয়া সহ- প্রযোজনা করছেন। এই ডকুমেন্টারির মাধ্যমে সেলিম খান ও জাভেদ আখতারের জীবন ও তাঁদের কাজের নানা বিষয় তুলে ধরা হয়েছে, বিশেষ করে তাঁদের একসঙ্গে কাজ করার নান মুহূর্ত। তিনি সিরিজ সম্পর্কে কথা বলতে গিয়ে সলমন খানের সঙ্গে দেখা করার কথাও জানিয়েছেন। তিনি তাঁর ভাই, অভিনেতা তথা পরিচালক ফারহান আখতারকে সঙ্গে নিয়ে সলমনের বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাঁর সঙ্গে দেখা করেন। এ প্রসঙ্গে জোয়া বলেন 'এটা খুব আনন্দের অভিজ্ঞতা ছিল আমাদের কাছে, আমরা তাঁর বাড়ির লনে ছিলাম, সেখানে চা খাচ্ছিলাম, তার সব ভাগ্নেরা আশেপাশে ছিল। তাঁদের দেখে আমার আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। গ্যালাক্সিতে আমারাও ছোটবেলায় সকলে একসঙ্গে খেলতাম।' সলমনের সঙ্গে ছেলেবেলা থেকেই তাঁদের সুন্দর সম্পর্ক।