দীর্ঘদিনের পথ চলার ইতি ঘটল। বেশ কয়েক মাসের সুরেলা সফরের পর অবশেষে ভোটিং পদ্ধতির মাধ্যমে বেছে নেওয়া হল এবারের সারেগামাপা সিজনের সেরার সেরাকে। জি টিভি সারেগামাপার এবারের বিজয়ী হলেন অ্যালবার্ট কাবো। প্রথম রানার আপ হলেন নিষ্ঠা শর্মা, তৃতীয় হলেন রণিতা বন্দ্যোপাধ্যায়।
কে কী হলেন?
এবারের সারেগামাপায় গ্র্যান্ড ফিনালেতে পাঁচজন প্রতিযোগী টপ ফাইভে উঠেছিলেন। এর মধ্যে চারজন মেয়ে এবং একজন ছেলে। আবার চারজন বাংলার। এবারের সিজনের টপ ফাইভ হলেন অ্যালবার্ট কাবো, স্নেহা ভট্টাচার্য, রণিতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গেজমের এবং নিষ্ঠা শর্মা। এদিন প্রথম বাদ যান স্নেহা ভট্টাচার্য। তারপর সোনিয়া গেজমের। তৃতীয় হন রণিতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় হন নিষ্ঠা শর্মা। এবং পরিশেষে সেরার সেরা শিরোপা পান অ্যালবার্ট কাবো। বারো সপ্তাহের লড়াইয়ের শেষে এই শিরোপা তিনি অর্জন করলেন।
আরও পড়ুন: বক্স অফিসে 'কুরবান'-এর ভরাডুবি, হতাশা উগরে অঙ্কুশ লিখলেন, 'এখন দোষ দেওয়া ছাড়া...'
সারেগামাপার গ্র্যান্ড ফিনালেতে প্রথমে বলিউডের বিভিন্ন দশকের বিভিন্ন গান গান প্রতিযোগীরা। এরপর তাঁরা সকলে মিলে একত্রে পারফর্ম করেন। তাঁর পারফরমেন্সের মাঝেই চলতে থাকে ভোট গণনা। চড়তে থাকে উত্তেজনার পারদ। এর মধ্যেই এবারের বিশেষ অতিথি গোবিন্দা এবং স্ত্রী, সঙ্গে অরুণা ইরানি গোটা অনুষ্ঠান জমিয়ে রাখে। গ্র্যান্ড ফিনালেতে পারফর্ম করেন দুই বিচারক হিমেশ রেশামিয়া এবং নীতি মোহন। তাঁদের সঙ্গে এবারের সিজনে বিচারক হিসেবে ছিলেন অনু মালিকও। সঞ্চালনার দায়িত্ব সামলেছেন আদিত্য নারায়ণ।
কে কী পেলেন?
এদিন বিজয়ী অ্যালবার্ট কাবো বন্ধন ব্যাংকের থেকে পেয়েছেন ৫ লাখ টাকা। সঙ্গে পেলেন একটি দুর্দান্ত গাড়ি। জি টিভি তাঁকে দিল ১০ লাখ টাকা। মারুতি এসপ্রেসো পেলেন নিষ্ঠা শর্মা কারণ তিনি এই শোতে নিজের তিনটি অরিজিন্যাল গান রেকর্ড করার সুযোগ পেয়েছেন। এছাড়া দ্বিতীয় হওয়ার জন্য পেলেন ৫ লাখ টাকা। ডাবর হানির থেকে সকলে পেলেন একটি করে গিফট হ্যাম্পার।