
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বছরখানেক ধরেই রিয়েলিটি শো-র দুনিয়ায় স্টার জলসার টিকি মিলছে না। টিআরপি তালিকাতে পিছিয়ে পড়তে পড়তে এখন তো বন্ধই করে দেওয়া হয়েছে। শনি আর রবিবারেও ফিকশনগুলিই সম্প্রচার করা হচ্ছে। তবে জি বাংলা বাজার ছাড়তে রাজি নয়। চলতি মাস থেকেই শুরু হচ্ছে দুটো রিয়েলিটি শো।
নিশ্চয়ই ধরে ফেলেছেন, প্রথমটি গানের রয়েলিটি শো সারেগামাপা লেজেন্ডস। এবারে সঞ্চালকের আসনে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। বার এই শোয়ের ২১ তম সিজন আসছে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে অডিশন। শুধু ছিল দাদাগিরি শেষ হওয়ার অপেক্ষা। চলতি সপ্তাহেই গ্র্যান্ড প্রিমিয়ার। ১১ তারিখ থেকে শুরু হবে সম্প্রচার।
প্রোমো থেকেই স্পষ্ট, এবারে স্বর্ণযুগের সমস্ত গান শোনা যাবে। একই সঙ্গে সেই সময়কার জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের শ্রদ্ধা জানানো হবে গানে গানে। নানা বয়সের প্রতিযোগিরা থাকবেন। ৪ বছরের উর্দ্ধে সকলেই ভাগ নিতে পারবেন এবারে।
আরও পড়ুন: শাড়ি পরা শান্তশিষ্ট মেঘের এ কেমন রূপ! শাড়ি ছেড়ে শর্টস, ক্যামেরায় উদ্দাম নাচ
অন্য শো-টি হল রন্ধনে বন্ধন.. ভালোবাসার রান্না। জি বাংলার রান্নাঘর ছিল ভীষণ জনপ্রিয়। ১১ বছরেরও বেশি সময় ধরে চলেছিল সেটি। তারপর তা বন্ধ করে আনা হয়েছিল ঘরে ঘরে জি বাংলা। তবে সেভবে টিআরপি তুলতে পারেনি সেটি। তাই খুব সম্ভবত এটিকেই বন্ধ করা হচ্ছে। আপাতত সেই স্লটেই ঘোষণা করা হল রন্ধনে বন্ধন-এর।
আরও পড়ুন: ‘আমায় ওটস দিয়ে গুলে খেয়ে নেবে…’, মেয়ের ISC-র নম্বর জানাতে ভয় শ্রীলেখার, কত পেল মাইয়্যা?
এই কুকিং শো সঞ্চালনার দায়িত্বে থাকবেন গৌরব-ঋদ্ধিমা। ছোটপর্দার বোম্যকেশ-সত্যবতী এবার নতুন ভূমিকায়। গত বছরই তাঁরা জন্ম দেন ছেলে ধীরের। এই জুটির জনপ্রিয়তা মারাত্মক সোশ্যাল মিডিয়ায়। তাই টিআরপি তোলার ভার দেওয়া হল সব্যসাচীর ছেলে আর বউমাকে। এখন দেখার কতটা পায়ের তলার মাটি শক্ত করতে পারে এটি।
আরও পড়ুন: ‘অমিতাভ বচ্চনজির পর ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সম্মান-ভালোবাসা পাই আমি’, ভোটের প্রচারে দাবি কঙ্গনার
২০ মে থেকে দেখা যাবে রন্ধনে বন্ধন.. ভালোবাসার রান্না। সোম থেকে শনি বিকেল সাড়ে ৪টেয় সম্প্রচার। খুব সম্ভবত কাপল শো হতে চলেছে এটি। যেখানে কর্তা-গিন্নি দুজনে একসঙ্গে খুন্তি ধরবেন। সকলকে দেখাবেন নিজেদের কুকিং স্কিল। আর তাঁদের উৎসাহ দেবেন গৌরব-ঋদ্ধিমা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports