
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
জি বাংলার জনপ্রিয় রিয়ালিটি শো ‘সারেগামাপা’-এর জনপ্রিয়তা তুখোড়া। এই গানের রিয়ালিটি শো ঘিরে দর্শক-শ্রোতাদের মধ্যে আলাদাই উন্মাদনা রয়েছে। ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, রক মিউজিক, আধুনিক গান থেকে লোকগীতি সব ধরণের গানই শোনা যাচ্ছে এই শো-এ।
চলতি সিজনের রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছেন। সুরেলা গানের মাধ্যমে মঞ্চ মাতিয়েছেন সকল প্রতিযোগীরাই। তবে এবার রিয়ালিটি শো ধীরে ধীরে গ্র্যান্ড ফাইনালের দিকে এগোচ্ছে। সেরা দশ প্রতিযোগীদের মধ্যে ছিলেন ময়ূরী সাহা। কলকাতার মেয়ে ময়ূরী। নিজের গান দিয়ে প্রচুর মানুষের মন জয় করেছেন। তবে গত সপ্তাহের পর্বে চলতি সিজন থেকে ছিটকে গিয়েছেন এই গায়িকা।
আরও পড়ুন: সেরা অভিনেত্রীদের ভূয়সী প্রশংসা সইফের, ‘তোমার স্ত্রী…!’, খোঁচা মেরে প্রশ্ন করিনার
এই সিজেনে আর কোন কোন প্রতিযোগী এখনও আসন্ন পর্বের মধ্যে রয়েছেন, দেখুন- দীপ চট্টোপাধ্যায়, পদ্ম পলাশ, বুলেট, অস্মিতা কর, সোনিয়া গাজমের, অ্যালবার্ট কাবো, ঋদ্ধিমান বিশ্বাস, অঙ্কিত মালাকার এবং সায়ন বৈরাগী।
মোট ছয় জন প্রতিযোগীকে নিয়ে গ্র্যান্ড ফিনালে হবে। সেরা ছয়ের মধ্যে থাকার জন্য প্রত্যেক প্রতিযোগীই নিজের সেরাটা উজাড় করছেন। রিয়ালিটি শো যতই গ্র্যান্ড ফিনালের দিকে এগোচ্ছে প্রতিযোগীদের মধ্যে মঞ্চের লড়াইটা যেন আরও হাড্ডাহাড্ডি হচ্ছে। কার মাথায় উঠবে জি বাংলা ‘সারেগামাপা ২০২২’-এর সেরার শিরোপা.. সবটাই সময় বলবে।
৳7,777 IPL 2025 Sports Bonus