প্রতি সপ্তাহের মতো আগামী ১০ আগস্ট বিশেষ অতিথিদের নিয়ে অনুষ্ঠিত হবে ‘দিদি নাম্বার ওয়ান’ স্পেশাল সানডে ধামাকা। এই অনুষ্ঠানে চোখের সামনে মহান নায়িকার ছবি দেখে চমকে গেলেন রচনা। কিন্তু সত্যি কি রচনা মহানায়িকাকে দেখলেন? নাকি সুচিত্রা সেনের মতো অবিকল অন্য কাউকে দেখে চমকে গেলেন?
‘সুচিত্রা সেনের মতো অবিকল কাউকে’, এই কথাটা বললেই মনে পড়ে যায় আরাত্রিকা মাইতির কথা। কিছু মাস আগে একটি ফটোশুট করে সকলকে চমকে দিয়েছিলেন আরাত্রিকা। যদিও ছবিগুলোকে ফটোশুট বললে ভুল বলা হবে, কাজের শেষে বাড়ি ফিরে আচমকাই রেট্রো লুকিয়ে নিজেকে সাজিয়ে তুলেছিলেন আরাত্রিকা।
আরও পড়ুন: আদর্শ শত্রু হলে কী বদলে যায় জীবন? ‘ধুমকেতু’-র ট্রেলার যেন হাজার প্রশ্নের উপাখ্যান
আরও পড়ুন: 'তুই কিন্তু বেশ ঝামেলায় পরে গেলি..', শুভশ্রীর সামনেই দেবকে সাবধানবানী কৌশিকের! কী হল আচমকা?
কিন্তু আরাত্রিকার সেই ছবি যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যাবে, সেটা বোধহয় স্বপ্নেও চিন্তা করতে পারেননি অভিনেত্রী। আর ভাইরাল কেনই বা হবে না। ছবি দেখে যেন মনে হবে, অবিকল সুচিত্রা সেনকে চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। এমনও হয়!
এবার সকলের মতোই চমকে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়ও। জি বাংলার তরফ থেকে সানডে ধামাকার যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখা যাচ্ছে, দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে সুচিত্রা সেন এবং আরাত্রিকা মাইতির ছবি পাশাপাশি দেখে তিনি যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছেন না, দুটি মানুষের ছবি কীভাবে এতটা মিলে যেতে পারে?
আরও পড়ুন: ‘ধুমকেতু’ ট্রেলার লঞ্চে একে অপরকে আবার ফলো করলেন দেব-শুভশ্রী, তুললেন সেলফিও
আরও পড়ুন: অবশেষে অপেক্ষার অবসান! ১০ বছর পর এক মঞ্চে দেব-শুভশ্রী, তৈরি হল ইতিহাস
রচনা বন্দ্যোপাধ্যায় যার ছবি দেখে এত অবাক হয়ে গেলেন, সেই আরাত্রিকা মাইতিই হলেন এই সপ্তাহের সানডে ধামাকার অন্যতম প্রতিযোগী। তবে শুধু আরাত্রিকা নন, দিদি নাম্বার ওয়ান প্রতিযোগী হয়ে এই সপ্তাহে আসবেন অমৃতা চট্টোপাধ্যায়, প্রিয়াঙ্কা ভট্টাচার্য।
জি বাংলার তরফ থেকে এই প্রমো মুক্তি পাওয়ার পর একদিকে যেমন অনেকেই আরাত্রিকাকে মহানায়িকা বলে উল্লেখ করায় ক্ষুব্ধ হয়েছেন তেমন অনেকে বলেছেন দুটি মানুষকে একরকম দেখতে হতেই পারে। এতে আপত্তি জানানোর কিছু নেই। ‘মহানায়িকার মতো’ কথাটির মধ্যে ভুল কিছু নেই। এইভাবেই কমেন্ট বক্সে চলতে থাকে তর্ক বিতর্ক।