সোশ্যাল মিডিয়ায় বর্তমানে অনেক ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বলিউডের সেলিব্রিটিরা পাপারাজ্জিদের, তারকাদের পিছন তোলার সমালোচনা করেছেন। আর এবার তাতে সামিল হল আরও একটা নাম, সলমন খানের বীর ছবির নায়িকা জারিন খান।
ভিডিয়োতে জারিন খান পাপারাজ্জিদের দিকে ইশারা করে বলছেন, ‘আমাকে দেখো, আমাকে… (পিছন দিকে ইশারা করে) এটা নয়’। ভিডিয়োতে দেখা যাচ্ছে একজন ফ্যান জারিনের সামনে কিছু যোগব্যায়াম দেখাচ্ছেন। জারিন খান ফ্যানের সেই যোগব্যায়াম শেষ হওয়ার পর তাঁর সঙ্গে হাত মেলান। এরপর চলে যাওয়া শুরু করেন।
জারিন যখন চলে যাচ্ছিলেন, তখন পাপারাজ্জিরা তাঁকে পিছন থেকে ডাক দেন। আর তাতে জারিন পিছনে ফিরে পাপারাজ্জিদের উদ্দেশে বলেন যে ‘আমাকে দেখো, আমাকে… এটা নয়’ (নিতম্বের দিকে ইশারা করে)।
জারিনকে এই ভিডিয়োতে হলুদ রঙের কুর্তি, জিন্স এবং সাদা স্যান্ডেল পরে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা কী বলছেন? এই ভিডিয়োতে অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘লজ্জা করা উচিত, সেলিব্রিটিদের আপনাদের সামনে থেকে ছবি তোলার জন্য অনুরোধ করতে হচ্ছে।’ আরেকজন ব্যবহারকারী মন্তব্য করে লিখেছেন - ‘পাপারাজ্জিদের এগুলো বন্ধ করা উচিত। যত দিন যাচ্ছে, এই কালচারটা যেন আরও বেড়ে যাচ্ছে।’