জারিন খান একটি পুরনো ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োটিতে তাঁর সঙ্গে ক্যাটরিনা কাইফকে দেখা যায়। এটা সেই সময়ের ঘটনা যখন জারিন অভিনেত্রীও হননি। ভিডিয়োটা ২০০৮ সালের রেস ছবির প্রিমিয়ার। জারিন এই ভিডিয়োটি শেয়ার করেছেন। এটাকে একটা ফ্যান মোমেন্ট বলে অভিহিত করেছেন।
আরও পড়ুন: ক্রিকেটার নয় এবার অভিনেতা সুরেশ রায়না! কোন সিনেমায় দেখা যাবে তাঁকে?
ভিডিয়োতে কী দেখা গিয়েছে?
ভিডিয়ো দেখা গিয়েছে যে, ক্যাটরিনা গোলাপি রঙের একটি শাড়ি পরে আছেন। তিনি সেখানে দাঁড়িয়ে আছেন, তারপর জারিন উত্তেজিত হয়ে সেখানে এসে তাঁর অটোগ্রাফ নিচ্ছেন। ক্যাটরিনা তখন তাঁকে একটি অটোগ্রাফও দেন।
আরও পড়ুন: রক্তাক্ত মুখ, লম্বা চুল, গাল ভর্তি দাড়ি! 'ধুরন্ধর'-এর ফার্স্ট লুকে নজরকাড়া রণবীর
ভিডিয়োটি শেয়ার করে জারিন লিখেছেন, 'ওহ মাই গড এই ভিডিয়োটি আমার সামনে এসেছিল এবং এই স্মৃতি এখনও খুব তাজা। আমি এখনও এই মুহূর্তটা খুব ভালো ভাবে মনে করে রেখেছি। এটি রেস ছবির প্রিমিয়ারের সময়কার ঘটনা। আমার বন্ধুদের ধন্যবাদ যাঁরা আমাকে পাস দিয়েছিলেন। সেই সময় আমার চোখ বড় বড় হয়ে গিয়েছিল। আমি কখনও ভাবিনি যে আমিও এই বিনোদন জগতের অংশ হব। কিন্তু দেখুন ভিডিয়োটিতে আমি কতটা খুশি, এটা ছিল আমার ফ্যান গার্ল মোমেন্ট।'
আরও পড়ুন: কৃষভিকে ছাড়াই টোটোয় চেপে শ্রীময়ীর সঙ্গে রথের মেলায় কাঞ্চন! তাঁরা কী কী খেলেন?
ক্যাটরিনার সঙ্গে তুলনা
প্রসঙ্গত, জারিনের সঙ্গে প্রায়ই তুলনা করা হয় ক্যাটরিনাকে। এই তুলনা প্রসঙ্গে জারিন বলেন, 'আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি, তখন আমি একজন হারিয়ে যাওয়া শিশুর মতো ছিলাম কারণ আমার কোনও ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছিল না। তাই আমি এই তুলনায় খুশি ছিলাম কারণ আমিও তাঁর ভক্ত ছিলাম। কিন্তু এটা আমার কেরিয়ারকে অনেক প্রভাবিত করেছিল কারণ এই কারণে, সকলে ইন্ডাস্ট্রিতে বেশি সুযোগ দিত।
কাজের সূত্রে, জারিনকে শেষ দেখা গিয়েছিল হরিশ ব্যাস পরিচালিত 'হাম ভি আকেলে, তুম ভি আকেলে' ছবিতে। এই ছবিটি ২০২১ সালে মুক্তি পায়। তারপর থেকে তিনি আর কোনও ছবিতে দেখা যায়নি।