বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonakshi-Zaheer: বিয়ের পর শ্বশুরকে প্রণাম, আর বউকে একী করছেন জাহির! লজ্জা পেলেন সোনাক্ষী, অপ্রস্তুত বাবা শত্রুঘ্ন
স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিবাহ-বন্ধনে আবদ্ধ হলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। শুরু থেকেই জাহিরের বাবা-সাফ জানিয়েছিলেন, এই বিয়েতে কেউ কোনও ধর্ম পরিবর্তন করছেন না। এটা শুধুই ভালোবাসার বিয়ে। যেমন বলা তেমনই কাজ। নিজ নিজ ধর্ম বিশ্বাস হৃদয়ে রেখেই সম্পন্ন হয় জাহির-সোনাক্ষীর বিয়ে।
বাবাদের (শত্রুঘ্ন সিনহা ও ইকবাল রতনসি) পাশে নিয়ে বিয়ের রেজিস্ট্রি পেপারে সই করলেন সোনাক্ষী-জাহির। সে তো নাহয় হল, বিয়ের পর একী করলেন জাহির? বাবাদের সামনেই সোনাক্ষীকে জড়িয়ে চুমু খেতে গেলেন নতুন বর। আর তাতেই কিছুটা লজ্জা পেয়ে হো হো করে হেসে ফেলেন সোনাক্ষী। শত্রুঘ্ন সিনহাকে অবশ্য সেসময় কিছুটা অপ্রস্তুত হয়ে অন্যদিকে ঘুরে যেতে দেখা গেল। ইতিমধ্যেই সামনে এসেছে সেই মুহূর্ত…।