কঙ্গনা লেখেন, ‘একজন সৈনিক, শহিদের জীবনের উপর লেখা ছবি তেজস। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এটির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। উনি শেষ দৃশ্য দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। উনি একজন সেনার জীবন দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন।’ যোগীর উদ্দেশ্যে কঙ্গনা লেখেন, ‘আপনার প্রশংসা আর আশীর্বাদ পেয়ে ধন্য।’
কঙ্গনা-যোগী আদিত্যনাথ
গত ২৭ অক্টোবর মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের 'তেজস'। তবে মুক্তির পরই একপ্রকার মুখ থুবড়ে পড়েছে কঙ্গনার এই ছবি। গত ৪ দিনে ‘তেজস’-এর আয় মাত্র ৪.২৫ কোটি। তবে বক্স অফিসের ফল যেটাই হোক না কেন, কঙ্গনার 'তেজস' দেখলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
কঙ্গনার দাবি, ‘তেজসের শেষ দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি যোগী আদিত্যনাথ।’ যোগী আদিত্যনাথ সহ অন্যান্যদের সঙ্গে বসে তেজস দেখার বেশকিছু ছবি শেয়ার করেছেন কঙ্গনা। যেখানে কঙ্গনাকে সাদা শাড়ি ও সাদা মুক্তর হার ও কানের পরে দেখা যাচ্ছে। তাঁর মাথার চুল খোঁপা করে বাঁধা। আদিত্যনাথ কঙ্গনার হাতে বিশেষ উপহার তুলে দেন।
ছবিগুলি শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘একজন সৈনিক, শহিদের জীবনের উপর লেখা ছবি তেজস। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এটির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। উনি শেষ দৃশ্য দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। উনি একজন সেনার জীবন দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন।’ যোগীর উদ্দেশ্যে শেষে কঙ্গনা লেখেন, ‘আপনার প্রশংসা আর আশীর্বাদ পেয়ে ধন্য।’