হঠাৎ করেই টলিপাড়ায় কান পাতলে খবর আসছে যে, ছাদ আলাদা হয়েছে যশ দাশগুপ্ত আর নুসরত জাহানের। যদিও প্রথম থেকেই তাঁদের বিয়েটা নিয়েই ছিল প্রশ্ন, কারণ তা কবে হয়েছে, আদৌ হয়েছে কি না, কোনোদিনই এসবের স্পষ্ট জবাব মেলেনি। তবে এখন শোনা যাচ্ছে, আলাদা হয়েছেন দুই তারকা। এমনটাও শোনা যাচ্ছে যে, তৃতীয় ব্যক্তিই নাকি আসলে রয়েছেন এই দূরত্বের পিছনে।
এরই মাঝে যশের ইনস্টাগ্রাম স্টোরির একটি ক্যাপশন উসকে দিল জল্পনা। যেখানে দেখা গেল ভেসে চলেছেন তিনি নীল জলে। আর যেখানে লেখা, ‘Since forever isn’t Forever, Let’s Vibe till Whenever…’! যার বাংলা করলে বলা যেতে পারে, ‘চিরকালের মতো বলে কিছুই নেই, তাই যতক্ষণ আছে ততক্ষণই না হয় উপভোগ করি…’
মে মাসে আড়ি-র মুক্তির পরপর, ছেলে রেয়াংশকে নিয়ে থাইল্যান্ডে ছুটি কাটাতে চলে যান যশ। আবার ঠিক সেই সময় নুসরত ছেলে ইশান ও নিজের পরিবারকে নিয়ে ঘুরতে চলে যান মুম্বই। এখানেই শেষ নয়, দেখা যায় দুজন দুজনকে ইনস্টাগ্রাম থেকে আনফলোও করে দিয়েছেন। পরে বিতর্ক বাড়তে নুসরত যশকে ফলো কর শুরু করলেও, যশ এখনও ফলো করেননি নুসরতকে।
খবর, দূরত্বের কারণ এই তৃতীয় ব্যক্তি নাকি যশ দাশগুপ্তের 'প্রাক্তন'। আর তিনি হলেন ব্যক্তিগত ম্যানেজার পুনম ঝা। একসয় যিনি যশের ডিভোর্সর পর, তাঁর বড় ছেলে রেয়াংশকে মাতৃস্নেহে বড় করেছিলেন। যশ-নুসরত কাছাকাছি আসতেই, যশের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন পূনম। তবে ছেলে রেয়াংশের সঙ্গে নাকি বন্ধন থেকে গিয়েছিল একইরকম। যশের বড় ছেলে নুসরতের কাছে নয়, বরং থাকত যশের মা-বাবার কাছে। সেই ফ্ল্যাটে নাকি আসা-যাওয়াও ছিল পূনম ঝা-এর। আর সেটা জানতে পেরেই, নুসরত বেজায় দুঃখ পেয়েছেন।
এখানেই শেষ নয়, বিভিন্ন সূত্র থেকে নুসরত নাকি জেনেছেন, যশ যখন বেশকিছুদিন আগে টি-সিরিজের প্রযোজনায় তৈরি তাঁর হিন্দি ছবি ইয়ারিয়া ২-র কাজে মুম্বই গিয়েছিলেন, তখনও তাঁর সঙ্গেই যান এই পুনমই।
শোনা যাচ্ছে, নুসরত চাইছেন পুনম চাইলে রেয়াংশের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন, তবে যশের জীবন থেকে যেন সরে যান। এদিকে যশও চান না তাঁর ছেলেকে পূনমের থেকে কোনোভাবে দূরে করতে। সঙ্গে কাজের ক্ষেত্রেও তিনি পুনমের উপরে এখনও অনেকটাই নির্ভরশীল। সব মিলিয়ে পরিস্থিতি বেশ জটিল। ঈশানের কথা মাথায় রেখে, যশ-নুসরত দুজনেই নাকি চাইছেন ব্যাপারটা মিটিয়ে নিতে। এবার দেখার ভবিষ্যতে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়।