১৪ অগস্ট বড় পর্দায় আসছে দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমকেতু'। এই ছবিতে প্রায় ১০ বছর পর এই জুটিকে দেখতে পাবেন দর্শকরা। কিন্তু এটাই কি এই জুটির শেষ ছবি, নাকি এরপরও তাঁদের দেখা যাবে অন্য ছবিতে? তা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে।
আরও পড়ুন: 'বাথরুমে গিয়ে কেঁদে এসেছি…', দেবের নাম না করেই বিচ্ছেদের স্মৃতি উসকে যা বললেন শুভশ্রী
তবে এর মাঝে সোমবার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অবশ্য দেব শুভশ্রী জানিয়েছিলেন তাঁদের এক সঙ্গে কাজ করতে সমস্যা নেই, ভালো চিত্রনাট্য পেলে অবশ্যই তাঁরা একসঙ্গে কাজ করবেন। আর এবার সেই উত্তেজনাকে একটি পোস্টের মাধ্যমে আরও উস্কে দিলেন রানা সরকার।
আরও পড়ুন: লংগেস্ট ওয়ান-শট ছবি আনছেন অংশুমান প্রত্যুষ? মুকুল, সৈকত ছাড়া আর কে কে থাকছেন?
আরও পড়ুন: ‘মহাবতার নরসিংহ’ ছাড়িয়ে গেল ‘সাইয়ারা’র আয়কে! বক্সঅফিসে কোন ছবির কেমন কালেকশন?
কী লিখেন প্রযোজক রানা সরকার?
তিনি বৃহস্পতিবার একটি পোস্ট করে লেখেন, ‘ধূমকেতু ১৪ অগস্ট রিলিজ হয়ে যাওয়ার পর শীত পড়বে, AC বন্ধ করতে হবে রাতে, ভোরে গায়ে চাদর ঢাকা দিতে হবে। শীত ঠেকাতে সোয়েটার বার করতে গিয়ে কত পুরনো গন্ধ পাবো, তার মধ্যে তোমার গন্ধ থাকবে না কি? যা কিছু প্রাক্তন তা শীতকালে বেশি জানান দেয়। আর দেব-শুভশ্রী এক হলে… শেষ ৯ বছর ধূমকেতু আমার প্রেমিকা ছিল, বাকি প্রেম আমি অবজ্ঞা করেছি…কেন? এমনি।’ তবে কি 'ধূমকেতু'র পর ফের শীতে দেব-শুভশ্রী জুটি বাঁধবেন নতুন কোনও ছবিতে? সেই বিষয় অবশ্য খোলসা করেননি রানা।