বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া! দেশি গার্ল এখন হলিউড দাপিয়ে বেড়াচ্ছেন। সদ্যই মুক্তি পেয়েছে তাঁর আমাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘সিটাডেল’, তার মাঝেই ‘লাভ এগেন’ ছবির প্রচারে ব্যস্ত পিগি চপস। সদ্যই মেট গালার আসরেও দ্যুতি ছড়িয়েছেন নিক জোনাস ঘরণী। এর মাঝেই নিজের জীবনের এক চরম অস্বস্তিকর মুহূর্তের কথা ফাঁস করলেন অভিনেত্রী। জানালেন জনসমক্ষে বাতকর্ম করে লজ্জার মুখে পড়েছিলেন তিনি।
হ্যাঁ, ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা প্রিয়াঙ্কা। এবার অন-ক্যামেরা নিজের পাদের কাহিনি বর্ণনা করলেন অভিনেত্রী। প্রাকৃতিক শারীরিক ক্রিয়া হলেও এটি অনেকসময়ই আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ঠেলে দেয়। এই পরিস্থিতি এড়াতে পারেননি প্রিয়াঙ্কাও। এক টক শো-তে হাজির হয়ে এই লজ্জাজনক অভিজ্ঞতার কথা জানালেন মালতি-জননী। দ্য লেট শো উইথ মো গিল্লিয়া' (The Late Show with Mo Gillia)-তে হাজির হয়ে প্রিয়াঙ্কা বলেন,'একবার আমি জনসমক্ষে বাতকর্ম করেছিলাম, আমি সেই স্মৃতি ভুলতে চাই। আমি লাঞ্চে মেক্সিকান খেয়েছিলাম। যদিও কেউ জানতে পারেনি ব্যাপারটি। কিন্তু অস্বীকার তো করা যাবে না'। অনেকে নেটিজেনই প্রিয়াঙ্কার এই লজ্জাজনক অভিজ্ঞতার সঙ্গে নিজেদের মেলাতে পেরেছেন। এই ধরণের পরিস্থিতির মুখে কমবেশি সকলেই পড়ে থাকেন। তবে কেউ কেউ আবার এই একান্ত ব্যক্তিগত কথা টিভি শো-তে এসে ফলাও করে বলায় নায়িকার সমালোচনা করেছেন।
শরীর নিয়ে কাটাছেঁড়া করার কথা খুব কম তারকাই স্বীকার করে নেন। বিন্দাস প্রিয়াঙ্কা বরাবরই অন্যরকম। দিন কয়েক আগেই নাকে সার্জারি করানোর কথা মেনে নেন অভিনেত্রী। সিরিয়াসএক্সএম নামে হলিউডের একটি টক শোয়ে হাজির হয়েছিলেন দেশি গার্ল। সেখানেই কথায় কথায় নিজের কেরিয়ারের খারাপ সময়ের কথা বলেন অভিনেত্রী। জানান, নাকের অস্ত্রোপচার করাতে হয়েছিল তাঁকে। তবে সুন্দর হতে নয়, নাকের মধ্যে থাকা পলিপ সরাতে এই অস্ত্রোপচার করাতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। যে অস্ত্রোপচারের পর ভয়ানক অবস্থা হয় তাঁর মুখের। নাকের ব্রিজটাই নাকি উড়িয়ে দিয়েছিলেন চিকিৎসক। আর তাতে তাঁর নাকই নাকি বেঁকে যায়। অস্ত্রোপচারের পর নিজের নাক দেখে আঁতকে উঠেছিলেন অভিনেত্রী। পুরো মুখটাই নাকি বদলে গিয়েছিল তাঁর। তাতে মানসিক অবসাদে ভুগতে শুরু করেন পিগি চপস। সেসময় তাঁর হাত থেকে তিনটি ছবিও চলে গিয়েছিল।
প্রসঙ্গত, ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের মা হয়েছেন প্রিয়াঙ্কা। সংসার, সন্তান আর কেরিয়ার-- তিনটেই সমানতালে সামলাচ্ছেন অভিনেত্রী। শুক্রবার মুক্তি পেয়েছে নায়িকার নতুন হলিউড ছবি ‘লাভ এগেইন’। ফারহান আখতারের হাত ধরে বলিউডে ফিরছেন প্রিয়াঙ্কা। ‘জি লে জারা’ ছবিতে ক্যাটরিনা-আলিয়ার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নায়িকা।
আরও পড়ুন- ‘তুমি আমাকে বাথরুমে নিয়ে যাবে তো’, মেট গালায় প্রিয়াঙ্কাকে দেখে হাঁফ ছাড়েন আলিয়া
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)