যশরাজ স্পাই ইউনিভার্সের একটি করে ছবি মুক্তি পায়, তারপরই আরেকটি ছবি নিয়ে উন্মাদনা শুরু হয়ে যায়। টাইগার ৩ মুক্তি পাওয়ার পর থেকেই ওয়ার ২ নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। জানা গিয়েছে শীঘ্রই সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ওয়ার ২ ছবিটির কাজ শুরু হয়ে যাবে। শুটিং শুরু করবেন হৃতিক রোশন, যোগ দেবেন জুনিয়র এনটিআরও। জানা গিয়েছে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে ওয়ার ২ ছবির কাজ। তবে হৃতিক ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করলেও জুনিয়র এনটিআর যোগ দেবেন এপ্রিল বা মার্চ মাস থেকে।
পিঙ্কভিলার একটি রিপোর্টে জানানো হয়েছে জুনিয়র এনটিআর বর্তমানে জাহ্নবী কাপুরের সঙ্গে দেবারা ছবির শুটিং করছেন। এই ছবির কাজ শেষ হওয়ার পর তিনি ওয়ার ২ ছবির শুটিংয়ে যোগ দেবেন। সূত্রের তরফে জানানো হয়েছে, 'জুনিয়র এনটিআর বর্তমানে তাঁর সমস্ত সময় দেবারা ছবিকেই দিচ্ছেন। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই এই ছবির শুটিং শেষ হয়ে যাবে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই অনেকটা হয়ে গিয়েছে শুটিং। গোয়ার বিচে চলছে কাজ। এটা শেষ করে তিনি তাঁর পরবর্তী প্রজেক্টে হাত দেবেন।'
আরও পড়ুন: পাঠান-জওয়ানের পর প্রথা মেনে ডাঙ্কির মুক্তির আগে বৈষ্ণদেবী গেলেন শাহরুখ, দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: ছোট পর্দায় ফিরে চমকিত সাহেব, কোন প্রসঙ্গে বললেন, 'হেল অ্যান্ড হেভেন ফারাক'?
সূত্রের তরফে আরও জানানো হয়েছে যে, 'মার্চ বা এপ্রিল থেকে ওয়ার ২ ছবিটির কাজ শুরু করবেন তিনি। দেবারা ছবির কাজ শেষ হওয়ার পর ওয়ার ২ তে যোগ দেবেন। তবে হৃতিক রোশন আগামী ফেব্রুয়ারি মাস থেকেই ওয়ার ২ এর কাজ শুরু করে দেবেন। ওয়ার ২ এর পর আবার জুনিয়র এনটিআর তার আরেকটি কাজ এনটিআর ৩১ এর কাজ শুরু করবেন। এটির পরিচালনা করেছেন প্রশান্ত নীল।'