মুম্বইয়ে বিলাসবহুল বাড়ি। খানিকটা গোয়ার আদলে এই ফার্ম হাউস তৈরি করেছেন অভিনেতা বিবেক ওবেরয়। বিবেকের যে বাড়িতে রয়েছে আধুনিকতা ও শৈল্পিক নান্দনিকতার মিশ্রণ। যেখানে রয়েছে শতাব্দী প্রাচীন ভিনটেজ খাট, সহ অন্যান্য আসবাব। আরবান কোম্পানি রিলস টু রুমস-এর সর্বশেষ পর্বে অভিনেতা মুম্বইয়ে নিজের বাড়ি ঘুরিয়ে দেখিয়েছেন।
সেসব ঠিকই ছিল, কিন্তু একী, ‘ইনি কে’! বিবেকের এই বাড়িতে ঢুকতেই দেখা মিলবে তাঁর আদরের পোষ্যর। নাহ, সেই পোষ্যটি কিন্তু কোনও কুকুর নয়, আস্ত একটা গরু।
বিবেকের 'কামধেনু'
কী নাম বিবেকের এই পোষ্যটির? বিবেক তাঁর পোষ্য গরুটির নাম রেখেছেন কামধেনু। তাই বিবেকের এই আধুনিক, সুন্দর বাড়িতে ঢুকলেই একটা গ্রাম্য অনুভূতিও মিলবে। বিবেক তাঁর পোষ্যের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে বলেন, ‘এটা আমার বাড়ির চেয়েও বেশি ওর বাড়ি। গোয়ালঘরের সুগন্ধ আপনাকে এমন অনুভূতি দেয় যে মনে হবে এই শহরের মধ্যে আপনি নিজের ছোট্ট গ্রামে তৈরি করে নিয়েছেন।’
অভিনেতা বলেন যে তিনি সর্বদা চেয়েছিলেন যে এই বাড়িটি যে তাঁর ব্যক্তিত্বকে প্রতিফলিত করে। বিবেকের কথায়, ‘গোটা বিশ্বে কোনওকিছুই গভীর, নয়, তবে এই আমিই যখন নিজের বাড়িতে ফিরে যাই, তখন আর আমি অভিনেতা বিবেক ওবেরয় নই, আমি শুধুই আমি’।
বিবেকের এই বাড়িতে ঢুকলে আপনারও অদ্ভুত অনুভূতি হয়। তাঁর বাড়ির সব আসবাবই কাঠের, সিলিংয়ে টাঙানো রয়েছে ঝাড়বাতি, দেওয়ালে টাঙানো দেবী লক্ষ্মীর ছবি, আর ভিতরে রয়েছে প্রচুর গাছপালা, বাড়ির ভিতরে যে শুধু সবুজের ছোঁয়া। পুরো বাড়িটিই আপনাকে ফার্ম হাউসের অনুভূতি দেবে।
আরও পড়ুন-বিয়ে করেননি, তবে মা হয়েছিলেন, এবার একতা কাপুরের কোলে আসছে দ্বিতীয় সন্তান?