রণবীর কাপুর আর আলিয়া ভাটের বিয়ে নিয়েই ব্যস্ত ছিল গোটা পরিবার। তবে, বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার ঢোকার অনুমতি না থাকলেও, বাইরে ভিড় করা পাপারাৎজিদের সঙ্গে প্রায়ই তাঁদের গল্প করতে দেখা গিয়েছে। আর এরকমই একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক পাপারাৎজিকে কষে ধমক লাগিয়েছেন কাপুর পরিবারের জামাই, ব্যবসায়ী ভরত সাহানি। কেসটা কী?
রিসেপশনের রাতেই এই ঘটনা ঘটেছে। ফোটোর জন্য পোজ দিচ্ছিলেন ঋদ্ধিমা, নীতু আর ভরত। তখনই নীতু কোনও এক ফোটোগ্রাফারের দিকে নির্দেশ করে বলে বসেন, ‘আমায় এত বিরক্ত করেছে রোহিত, এত বিরক্ত করেছে, আমার মাথা খেয়ে নিয়েছে যাকে বলে’। আর এরপরেই ভারত, যিনি এতক্ষণ দাঁড়িয়ে ছিলেন নীতুর পিছনে এগিয়ে এসে বলেন, ‘রোহিত কে? রোহিত কে? আয় বেরিয়ে আয়…’ নীতু একজনকে দেখিয়ে দেন। যদিও ক্যামেরায় তাঁর মুখ দেখা যায়নি। তারপর হেসে নীতুকে বলতে শোনা যায়, ‘ একবারে বেরিয়ে আসো রোহিত’। আর ঋদ্ধিমা বলেন, ‘রোহিত হল মায়ের সবচেয়ে প্রিয়’। আরও পড়ুন: রণবীর-আলিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন ঋষি কাপুর! ছবি দেখে চোখ ভিজল নেটপাড়ার, দেখুন