সম্প্রতি একটি ভিডিয়ো দারুণ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে জাপানে চলছে বাংলার নতুন বছরকে বরণ করার অনুষ্ঠানে। আর সেই অনুষ্ঠানেই একজন জাপানি মহিলা গাইছেন বাংলা গান। প্রকাশ্যে আসতেই নিমেষেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এই ভিডিয়ো।
কী ঘটেছে?
এদিন প্রবাল চক্রবর্তী নামক এক ব্যক্তি একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে জাপানের কোথাও একটা নববর্ষের অনুষ্ঠান চলছে। আর সেখানেই গান গাউছেন দুজন মহিলা। তাঁদের মধ্যে একজন বাঙালি, আরেকজন জাপানি। তাঁদের পিছনে পোস্টারে জাপানি ভাষা সহ বাংলায় লেখা বাংলার এই বর্ষ বরণের বিবরণ, এবং নানা তথ্য।
ভিডিয়োতে দেখা যাচ্ছে সেই বাঙালি মেয়েটি অনুপম রায়ের গাওয়া অটোগ্রাফ ছবির হিট গান আমাকে আমার মতো গাইতে। তিনি দু কলি গাইছেন, তাঁর গান শুনে সেটা রিপিট করছেন জাপানি মেয়েটি। এই ভিডিয়ো পোস্ট করে লেখা হয়েছে, 'জাপানে বাংলা নববর্ষ।' ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সেটা নিমেষে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে যে বাঙালি মেয়েটিকে ভিডিয়োতে দেখা গিয়েছে তিনি একজন বাংলাদেশি। তাঁর নাম পারশা মেহজাবিন পূর্ণী। তিনি বাংলাদেশের অভিনেত্রী তথা গায়িকা। (যদিও এই তথ্য যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা, এক নেটিজেন এমন দাবি করেছেন।)
কে কী বলছেন?
এই ভিডিয়ো ভাইরাল হতেই নানা মানুষ নানা মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'সভ্য জাতির মিলনে মাস্টারপিস তৈরি হয়। নিজের ভাষা যে কি ওইসব পান মশলার প্যাকেটের ভাষার শ্রোতা হয়ে থাকলে কখনই বোঝা যায় না।' আরেকজন লেখেন, 'সারা বিশ্ব সম্মান করে বাংলা গানকে, শুধু আমাদের দেশে আমরা বঞ্চিত। এখানে হিন্দি চলে। জয় বাংলা।' তৃতীয় ব্যক্তির মতে, 'বাহ সুন্দর, মাতৃভাষার জয় হোক।' চতুর্থ জন লেখেন, 'অপূর্ব।'
আরও পড়ুন: প্রথম স্থান ফের হাতছাড়া পরিণীতার! ফুলকি না জগদ্ধাত্রী- কে এবারের বেঙ্গল টপার? কারা আছে সেরা ৫-এ?
আরও পড়ুন: টিমটিম করছে 'জাট'-র ব্যবসা, এদিকে ৪৫ কোটির দোরগোড়ায় ‘কেশরী চ্যাপ্টার ২’! বুধবার কত আয় করল?