১৬ বছরের মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ তামিল অভিনেতা, সুরকার বিজয় অ্যান্টনি। চেন্নাইয়ের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় দ্বাদশ শ্রেণির ছাত্রী মীরাকে। প্রাথমিকভাবে বিজয় অ্যান্টনির মেয়ে মীরা আত্মঘাতী হয়েছেন বলেই জানা যাচ্ছে। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছিলেন মীরা। তাঁর মানসিক চিকিৎসাও চলছিল। তবে শেষপর্যন্ত চরম পথই বেছে নেন বছর ১৬-র মীরা।
বুধবার মীরা অ্যান্টনির শেষকৃত্য সম্পন্ন হয়। ক্রিশ্চান রীতি মেনেই হয় শেষকৃত্য। মৃতদেহকে নুঙ্গামবাক্কামের একটি গির্জায় নিয়ে যাওয়া হয়েছিল শেষ রীতিনীতির জন্য। মেয়েকে বিদায় জানানোর আগে কান্নায় ভেঙে পড়েন বিজয়ের স্ত্রী ফতিমা। তাঁকে বলতে শোনা যায়, ‘আমি তো তোমায় গর্ভে ধরেছি, তুমি আমার সঙ্গেও তো কথা বলতে পারতে…’। ফতিমার এই কথা সোশ্যাল মাধ্যমে উঠে আসে। মেয়েকে বিদায় জানানোর সময় গীর্জায় দাঁড়িয়েই কান্নায় ভেঙে পড়েন ফতিমা।
আরও পড়ুন-২৪ সেপ্টেম্বর বিয়ে! তার আগে শিখ রীতি মেনে 'আদ্রস' অনুষ্ঠানে রাঘব-পরিণীতি
আরও পড়ুন-‘টাবুতে মুগ্ধ, প্রেমে পড়ে গিয়েছি’, অকপট বাঁধন, হয়েছে উপহার দেওয়া-নেওয়া
আরও পড়ুন-আরও পড়ুন-‘আমি সেদিন কান্না থামাতে পারিনি, মৃণালদা এসে জড়িয়ে ধরেছিলেন’: আর মিঠুনের সঙ্গে সম্পর্ক ভাঙলেও ওঁর পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং আছে: মমতা শঙ্কর