প্রায় আড়াই সপ্তাহ পেরিয়ে গিয়েছে এখনও বিন্দুমাত্র শ্লথ হওয়ার নাম নেই ছাবা ছবিটির বক্স অফিস কালেকশন। উল্টে সপ্তাহের মাঝে আচমকাই বাড়ল ভিকির ছবির আয়। অন্যদিকে কী হাল মেরে হাসবেন্ড কি বিবি ছবিটির?
আরও পড়ুন: তৈরি স্ক্রিপ্ট, তাও রাম কমল কেন বললেন, 'জানি না দ্রৌপদীর ভবিষ্যৎ'? ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ আসছে কখন?
বক্স অফিসে কত আয় করল ভিকি কৌশলের ছাবা?
দ্বিতীয় বুধবার, ২৬ ফেব্রুয়ারি বক্স অফিসে ছাবা ছবিটির আয় বেশ অনেকটাই বেড়েছিল মঙ্গলবারের তুলনায়। মহাশিবরাত্রির দিন ছবিটি ২১ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছিল। ফলে এদিনের শেষে ভিকি কৌশল অভিনীত ছবির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৩৮৫ কোটি টাকায়।
প্রসঙ্গত প্রথম সপ্তাহে বক্স অফিসে ভিকির ছবিটি ২১৯ কোটি ২৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় শুক্রবার ছবিটি ২৩ কোটি ৫০ লাখ টাকা ঘরে তোলে। শনিবার সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ৪৪ কোটি। রবিবার অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি বক্স অফিসে ভিকি কৌশল অভিনীত ছাবা ছবিটি ৪০ কোটি টাকা আয় করেছে। দ্বিতীয় সোমবার এই ছবিটি বক্স অফিসে ১৮ কোটি এবং মঙ্গলবার ১৮ কোটি ৫০ লাখ টাকা আয় করেছিল।
মেরে হাসবেন্ড কি বিবি ছবিটির বক্স অফিস কালেকশন
প্রায় তলানিতে এসে ঠেকেছে অর্জুন কাপুর, রকুল প্রীত সিং এবং ভূমি পেডনেকরের ছবি মেরে হাসবেন্ড কি বিবির আয়। তবুও বুধবার নামমাত্র আয় বেড়েছিল এটিরও। এদিন বক্স অফিসে ৬৪ লাখ টাকা আয় করেছে ছবিটি। ফলে এটির মোট আয় এখন দাঁড়িয়ে আছে ৬ কোটি ২৭ লাখ টাকায়।
প্রসঙ্গত গত শুক্রবার মুক্তি পাওয়া ছবিটি প্রথম দিন ১ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। শনিবার সেটা সামান্য বেড়ে হয় ১ কোটি ৭০ লাখ টাকা। রবিবার বক্স অফিসে ১ কোটি ১১ লাখ টাকার ব্যবসা করেছে মেরে হাসবেন্ড কি বিবি। সোমবার এবং মঙ্গলবার যথাক্রমে ছবিটি ৬০ লাখ এবং ৫৮ লাখ টাকা আয় করেছে বক্স অফিসে।