শনিবার ৩০-এ পা দিলেন অভিনেতা বীর পাহাড়িয়া। সম্প্রতি তাঁর অভিনীত ছবি 'স্কাই ফোর্স' মুক্তি পেয়েছে, এই ছবির হাত ধরে তিনি বলিউডে পা রাখেন। ছবিটি ইতিমধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। তবে ছোট থেকেই বলিউডের প্রতি তাঁর অসম্ভব টান ছিল। সেই সময়ের কথা মনে করে তিনি একটি দীর্ঘ পোস্ট লেখেন। ইনস্টাগ্রামে বীর জানান, কীভাবে ১৩ বছর বয়সে তিনি শাহরুখ খানের ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওম শান্তি ওম’-এর গান ‘দরদে-ডিস্কো’ দেখে প্রভাবিত হয়েছিলেন। বীর কেবল গানে করা নাচের স্টেপগুলি শিখেননি, তিনি সিক্স প্যাকের জন্য সেই সময় ডায়েটও শুরু করেছিলেন।
এই গানটিতে তিনি একটি ভিডিয়োয় বানিয়েছিলেন সেই সময়। তাঁর ভিডিয়োটির সঙ্গে শাহরুখের ভিডিয়ো পোস্ট করে বীর পাহাড়িয়া জানান যে, তাঁর পরিবারের এই সম্পর্কে কোনও ধারণা ছিল না। কারণ তিনি তাঁদের কাছ থেকে এর জন্য কোনও টাকাই নেননি।
আরও পড়ুন: 'লো-কার্ব ডায়েটে থাকা যায় না…', নিজের ডায়েট প্রসঙ্গে অকপট কাজলের বোন তানিশা
ভিডিয়োটি শেয়ার করে বীর ক্যাপশনে লিখেছেন, ‘আজ, আমার জন্মদিন। পাশাপাশি স্কাই ফোর্স যে ভালবাসা পাচ্ছে তার জন্যও আমি কৃতজ্ঞ। আমি মাত্র ১৩ বছর বয়সের একটি ভিডিয়ো শেয়ার করলাম। সেই সময় বলিউড নিয়ে আমার খুব উত্তেজনা থাকত।’
আরও পড়ুন: নেপোটিজম প্রসঙ্গে প্রিয়াঙ্কার মন্তব্য নিয়ে মুখ খুললেন রাকেশ! হৃত্বিককে লঞ্চ করা নিয়ে যা বললেন পরিচালক