দীর্ঘ ৫০ বছরের বন্ধন ছিন্ন হয়েছে, গত ৮ জুলাই মৃত্যু হয় ঊষা উত্থুপের স্বামী জানি চাকোর। কলকাতায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন জানি চাকো। দুই ছেলে-মেয়ে থাকলেও স্বামীর মৃত্যুর পর অনেকটাই যেন একা হয়ে গিয়েছেন ঊষা। কারণ স্বামীর সঙ্গে জানির সঙ্গে ঊষার প্রেম ছিল গভীর। এ প্রেমের খানিকটা ফিল্মি রোম্যান্টিক ইতিহাসও রয়েছে। কেমন সেই ইতিহাস?
ঊষা ও জানি চাকোর আলাপ
জানি কিন্তু ঊষার প্রথম স্বামী নন। ঊষা উত্থুপেরর এর আগেও একটা বিয়ে ছিল। তবে দক্ষিণী এই কন্যার কলকাতার প্রতি প্রেম শুরু থেকেই ছিল গভীর। আর এই শহরই তাঁকে তাঁর স্বামীর সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিল। বিকাশ কুমার ঝা-র ২০২২ সালের বই দ্য কুইন অফ ইন্ডিয়ান পপ: দ্য অথরাইজড বায়োগ্রাফি অফ ঊষা উত্থুপ থেকে জানা যায় ঊষার জীবনে সেই প্রেমের গল্প।
সালটা ছিল ১৯৬৯। কলকাতার এক নাইটক্লাবে আলাপ হয়েছিল ঊষা ও জানির। যদিও তখন ঊষা উত্থুপ ছিলেন বিবাহিত। তাঁর প্রথম স্বামীর নাম ছিল রামু আইয়ার। সেসময় কলকাতার ওই নাইটক্লাবে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ ছিলেন ঊষা। তাঁর সঙ্গে কলকাতায় এসেছিলেন প্রথম স্বামী রামু আইয়ার। তিনিও যেতেন স্ত্রীর সঙ্গে। এদিকে সেই নাইটক্লাবেই ‘হার্প অ্যালবার্টের আ টেস্ট অফ হানি’ গানটি গাওয়ার সময়ই ঊষা প্রথমবার কাছের এক টেবিলে জানিকে দেখেছিলেন।
সেদিনের সেই বৃষ্টিভেজা সন্ধেয় জানি ও রামু দুজনেই কাছাকাছি টেবিলে বসে ঊষার গান শুনছিলেন। তারই মাঝে আলাপ হয় রামু ও জানির। ঊষা অবশ্য সেদিন খুশি হয়েছিলেন, এটা ভেবে যে স্বামী রামু একজন সঙ্গী পেয়েছেন, একা একা না বসে যাঁর সঙ্গে তিনি এবার সময় কাটাতে পারবেন। এর পরদিন ঊষার স্বামী রামুকে সেই বারে আমন্ত্রণ জানান জানি। ঊষা অবশ্য শুনে খুশিই হয়েছিলেন। এরপর ঊষা যখন গান গাইছেন. তখন হঠাৎ দেখলেন টেবিল থেকে রামু উধাও, বসে রয়েছেন শুধু জানি।
আরও পড়ুন-বলিপাড়ায় সবাই ব্যস্ত আম্বানিদের বিয়েতে, দূরে বিরাট-অনুষ্কা তখন মজলেন শ্রীকৃষ্ণ কীর্তনে